চোট কোনোভাবেই পিছু ছাড়ছে না অ্যান্থনি মার্শিয়ালের। প্রিমিয়ার লিগে প্রথম দুই ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি। ফিরেছিলেন লিভারপুল ম্যাচ দিয়ে। ওই ম্যাচ খেলে আবারো মাঠের বাইরে চলে গিয়েছেন মার্শিয়াল। এই ফরাসির না থাকার দিনে ইউনাইটেডে নিজের অভিষেক ম্যাচ খেলতে নামবেন সদ্যই যোগ দেওয়া ক্যাসেমিরো।
শনিবার (২৭ আগস্ট) সাউথহ্যাম্পটনের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেডের। প্রতিপক্ষের মাঠে নামার আগে ইউনাইটেড শিবিরে হানা দিয়েছে দুঃসংবাদ। লিভারপুল বধের নায়ক মার্শিয়ালকে পাবে না তারা। বিষয়টি নিশ্চিত করেছন কোচ এরিক টেন হাগ।
লিভারপুল ম্যাচ শেষ হওয়ার আগেই ইউনাইটেডে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন ক্যাসেমিরো। ওল্ড ট্রাফোর্ডে এসে ইতিমধ্যেই অনুশীলনও করেছেন। তাতে একরকম নিশ্চিত করা যায় সাউথহ্যাম্পটনের বিপক্ষেই শুরু করবেন নিজের নতুন যাত্রা।
ক্যাসেমিরো রেড ডেভিলদের জার্সিতে খেলতে সম্পূর্ণ প্রস্তুত তা জানিয়েছেন কোচ এরিক টেন হাগ। বলেন, “ সে সম্পূর্ণ প্রস্তুত। প্রথমে সে একা একা অনুশীলন করেছে। পরে দলগত অনুশীলনেও অংশ নিয়েছে।”
এছাড়াও লিভারপুল বধের পর দলের আত্মবিশ্বাস যে তুঙ্গে উঠেছে তাও বলার অপেক্ষা রাখে না। সেই আত্মবিশ্বাস ধরে রাখতে মরিয়া হয়ে আছেন কোচ টেন হাগ।
বলেন, “দলের স্পিরিট আগে থেকেই ভালো। এখন (লিভারপুল ম্যাচ জয়ের পর) আরো ভালো অবস্থায় আছে। এখনো উন্নতির জায়গা আছে, এটা নিয়ে সবাই বেশ সচেতন।”
স্পোর্টসমেইল২৪/পিপিআর