লেস্টার ম্যাচে চেলসির ডাগ আউটে নেই টুখেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫২ পিএম, ২৭ আগস্ট ২০২২
লেস্টার ম্যাচে চেলসির ডাগ আউটে নেই টুখেল

টটেনহ্যাম ম্যাচে অ্যান্তেনিও কন্তের সাথে হাতাহাতি করে নিষেধাজ্ঞায় পড়েছেন চেলসি কোচ টমাস টুখেল। ফলে ঘরের মাঠে লেস্টার সিটির বিপক্ষে চেলসির ডাগ আউটে দেখা মিলবে না টুখেলের। তাকে ছাড়াই এই ম্যাচে খেলবে ইংলিশ ক্লাবটি।

টটেনহ্যাম ম্যাচের শেষে হাতাহাতিতে জড়িয়ে পড়েন টমাস টুখেল ও অ্যান্তেনিও কন্তে। দু’জনকেই লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন ম্যাচ রেফারি। ওই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রেফারির কড়া সমালোচনা করে এফএ’র রোষানলে পড়েন টুখেল।

সেই অনুযায়ী টুখেলের বিরুদ্ধে উঠা অভিযোগের তদন্ত শুরু করে। তদন্ত শুরুর সময়ই ধারণা করা হয়েছিল আর্থিক জরিমানার পাশাপাশি ডাগআউটে এক ম্যাচ নিষিদ্ধ হবেন। হয়েছে তাই, নিষেধজ্ঞার খড়গ পড়েছে টুখেলের উপর।

ফলে লেস্টার সিটির বিপক্ষে ম্যাচে দেখা মিলবে না টুখেলের। পাশাপাশি তাকে দিতে হচ্ছে ৩৫ হাজার ইউরো জরিমানা। তার নিষেধাজ্ঞার এই বিষয়টি নিশ্চিত করেছে ইংলিশ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এফএ।

টুখেলের এই নিষেধাজ্ঞা চেলসিকে বেশ পিছিয়ে দিবে। টটেনহ্যামের বিপক্ষে ড্র করার পরের ম্যাচে লিডস ইউনাইটেডের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে দলটি। প্রিমিয়ার লিগে তিন ম্যাচে একটি করে জয়-পরাজয় ও ড্র দেখেছে চেলসি। এতে দলটি পয়েন্ট তালিকায় ১২তম স্থানে আছে।

লিডস ইউনাইটেডের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন চেলসিতে যোগ দেওয়া নতুন ডিফেন্ডার কালিদু কৌলিবালি। ফলে তাকে ছাড়াই ঘরের মাঠে লেস্টার সিটিকে আতিথ্য দিবে দলটি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

দেড় যুগ পর চেলসির দুঃস্মৃতি ফেরালো লিডস

দেড় যুগ পর চেলসির দুঃস্মৃতি ফেরালো লিডস

দোষ বেশি টুখেলের, জরিমানা হয়েছে কন্তেরও

দোষ বেশি টুখেলের, জরিমানা হয়েছে কন্তেরও

টটেনহ্যাম ম্যাচে হওয়া বর্ণবাদী আচরণের তদন্ত করবে চেলসি

টটেনহ্যাম ম্যাচে হওয়া বর্ণবাদী আচরণের তদন্ত করবে চেলসি

টটেনহ্যাম ম্যাচের আগে রেফারি নিয়ে ক্ষুব্ধ চেলসি সমর্থকরা

টটেনহ্যাম ম্যাচের আগে রেফারি নিয়ে ক্ষুব্ধ চেলসি সমর্থকরা