নেদারল্যান্ডসের ক্লাব আয়্যাক্সের ব্রাজিলিয়ান ফুটবলার আন্টোনিওকে দলে ভেড়াতে চায় ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। তার জন্য আয়্যাক্সের কাছে ৯০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাবও পাঠিয়েছে, তবে এরকম বড় প্রস্তাবেও মন গলেনি ডাচ ক্লাবটির।
শুধু ইউনাইটেড আন্টোনিওকে দলে চায় এমন নয়, ব্রাজিলিয়ান নিজেও ওল্ড ট্রাফোর্ডে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। তাই ইউনাইটেডের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার তিনি নিজেও বিরক্ত আয়্যাক্সের উপর।
গ্রীষ্মকালীন দলবদল শেষ হবে চলতি বছরের ৩১ আগস্ট। তার আগেই অন্তত দুইজন ফরোয়ার্ড দলে ভেড়াতে চায় ইউনাইটেড। যার মধ্যে অন্যতম লক্ষ্য হচ্ছে আন্টোনিও।
কিন্তু আয়্যাক্স আন্টোনিও জন্য রেকর্ড মূল্য দাবি করছে। যদিও তাদের চাহিদাকৃত অর্থের পরিমাণ জানা যায়নি। তবে সেটা ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ বলে ধারণা করছে ইংলিশ গণমাধ্যমগুলো।
ক্যাসেমিরোর আশা ইউনাইটেডেই থাকবেন রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো যে কোনো সময় দল ছেড়ে যেতে পারেন। ফলে তার জায়গায় আগে থেকে খেলোয়াড় প্রস্তুত করতে চাইছে ইউনাইটেড।
এর আগে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকে আরেক ডাচ ফুটবলার মেম্পিস ডিপাইকে দলে ভেড়াতে চেয়েছিল ইংলিশ ক্লাবটি। যদিও শেষ পর্যন্ত ইউনাইটেড নয়, ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে গিয়েছেন তিনি।
Well this is one way to try and force a move! ????https://t.co/OeXg2wRupG
— 90min (@90min_Football) August 26, 2022
চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে হারের পর লিভারপুলের বিপক্ষে জয় পেয়েছে রেড ডেভিলরা। সমর্থকরা আশা করছেন নতুন কোচ এরিক টেন হাগের অধীনে ঘুরে দাঁড়াবে ম্যানচেস্টার ইউনাইটেড।
স্পোর্টসমেইল২৪/এসকেডি