শীর্ষ চারে থেকে প্রিমিয়ার লিগ শেষ করতে না পারায় চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। ফলে চলতি ২০২২-২৩ মৌসুমে ইউরোপা লিগে খেলবে দলটি। ইউরোপা লিগে গ্রুপ ‘ই’-তে ইউনাইটেডের প্রতিপক্ষে শেরিফ তিরাসপোল।
সর্বশেষ ২০২১-২২ মৌসুমে রিয়াল মাদ্রিদকে হারিয়ে চমক জাগিয়েছিল মালদোভার ক্লাব শেরিফ তিরাসপোল। জানান দিয়েছিল, চ্যাম্পিয়নস লিগে নিয়মিত হবে দলটি। এক মৌসুম পেরোতেই ইউরোপা লিগে নাম লিখিয়েছে দলটি। ইউরোপা লিগে তাদের প্রতিপক্ষ রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড।
ইউরোপা লিগে গ্রুপ ‘ই’-তে ম্যানচেস্টার ইউনাইটেড ও শেরিফ তিরাসপোল ছাড়াও আছে স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়াদাদ। চতুর্থ দল হিসেবে এই গ্রুপে আছে সাইপ্রাসের দল ওমোনিয়া নিকোসিয়া।
ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়াও ইউরোপা লিগ খেলবে আর্সেনাল। গানাররা গ্রুপ পর্বে খেলবে ‘এ’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ হিসেবে আছে পিএসভি আন্দেইহাম, নরওয়ের ক্লাব এফসি গ্লিমট ও সুইজারল্যান্ডের ক্লাব এফসি জুরিখ।
স্পেশাল ওয়ান খ্যাত মরিনহোকে এবারো দেখা যাবে না চ্যাম্পিয়নস লিগের ডাগআউটে। তার দল রোমা সর্বশেষ মৌসুমে কনফারেন্স লিগ খেললেও এবার খেলবে ইউরোপা লিগ।
গ্রুপ ‘সি’-তে রোমার প্রতিপক্ষ বুলগেরিয়ান ক্লাব লুডোগোরেটস, ফিনল্যান্ডের এইচজেকে হেলসিনকি। এছাড়াও রয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিস।
স্পোর্টসমেইল২৪/পিপিআর