উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ফরাসি ক্লাব পিএসজির মুখোমুখি হবে ম্যাকাবি হাইফা। ইসরায়েলের এই ক্লাবটি আগেও দুইবার চ্যাম্পিয়নস লিগে খেললেও পার করতে পারেনি গ্রুপ পর্বের বাঁধা। এবারো পারবে কি-না তা জানতে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। অবশ্য তার আগেই আলোচনায় এসেছে, তাদের ক্লাবের দুই ফুটবলার মাঠে নামার আগেই মেসি-নেইমারের কাছে চেয়ে রেখেছেন তাদের জার্সি।
ম্যাচ শেষে বহুবার প্রতিপক্ষের সাথে জার্সি বদল করেছেন মেসি ও নেইমার। তবে এর আগে কেউ এইভাবে আগে থেকেই জার্সি চেয়ে রেখেছেন কি-না তা হয়তো তাদের জানা নাই। এবার মাঠে নামার আগেই আগাম বুকিং দিয়ে রাখলেন ইসরায়েলের দুই ফুটবলার।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে তুরস্কের ইস্তানবুলে বসেছিল চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান। সেখানেই গ্রুপ ‘এইচ’-এ পিএসজি, জুভেন্তাস ও বেনফিকার সঙ্গী হয়েছে ম্যাকাবি হাইফা।
গ্রুপের অন্যান্য দলগুলোর চেয়ে কয়েক ক্রোশ পিছিয়ে থাকবে ম্যাকাবি হাইফি। তাই তো খেলার চেয়ে মেসি-নেইমারদের জার্সিই হয়তো বেশি টানছে তাদের। ড্রয়ের পর ম্যাকাবি হাইফার ২৯ বছর মিডফিল্ডার ওমের আতজিল্লি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে মেসি ও নেইমারকে ট্যাগ করেন। সেখানে লিখেন, “আমাদের জন্য জার্সি, প্লিজ।”
Maccabi Haifa players are already asking for Messi and Neymar's shirts
— ESPN FC (@ESPNFC) August 25, 2022
(via @Omeratzili) pic.twitter.com/tXymd2jQLr
এর আগেও দুইবার চ্যাম্পিয়নস লিগে খেলেছিল ম্যাকাবি হাইফা। ২০০২-০৩ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল তারা। সেবার ইংলিশ ক্লাবটির কাছে দুই লেগ মিলিয়ে ৮-০ গোলে বিধ্বস্ত হয়েছিল। এর ৭ বছর পর ২০০৯-১০ মৌসুমে ইউরোপ সেরা মঞ্চে ফিরেছিল। গ্রুপপর্বেই বেজেছিল তাদের বিদায় ঘণ্টা।
এক যুগ পর চ্যাম্পিয়নস লিগে ফিরে এবারো হয়তো তাদের সঙ্গী হবে একরাশ হতাশা। সেই হতাশা ভুলতে মেসি-নেইমারদের জার্সিকে সঙ্গী করতে চান ওই দুই ফুটবলার।
স্পোর্টসমেইল২৪/পিপিআর