নারীদের অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের শিরোপা একবারও ছুঁতে দেখতে পারেনি ব্রাজিল। যদিও কোপা আমেরিকার রেকর্ডবারের চ্যাম্পিয়ন দল ব্রাজিলের নারীরা। তবে ফিফা বিশ্বকাপে শিরোপা না জিততে পারেনি কখনো, একবার খেলেছিল ফাইনাল। এবার আবারও হতাশ করলো ব্রাজিল নারী অনূর্ধ্ব-২০ ফুটবল দল। অন্যদিকে, ব্রাজিল মেয়েদের হারিয়ে ফাইনালে পৌঁছেছে জাপানের মেয়েরা।
ফুটবলের অন্যতম শক্তিধর দেশ ব্রাজিল। শিরোপা জেতা তো দূরের কথা, একটা বারের জন্য ফাইনালেও খেলতে পারেনি সেলেসাওরা। এবার সেই সুযোগটা ছিল। জাপানের মেয়েদের হারাতে পারলেই ফাইনালে পা রাখতো তারা। তবে সে সুযোগ কাজে লাগাতে পারেননি। জাপানি মেয়েদের বিপক্ষে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে তারা।
শুক্রবার (২৬ আগস্ট) ফিফা অনূর্ধ্ব-২০ নারী ফুটবল বিশ্বকাপের মেসিফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল এবং জাপানের নারীরা। ম্যাচে পিছিয়ে পড়ে সমতায় ফিরলেও জয় বঞ্চিত হয়েছে ব্রাজিল। ম্যাচের শেষ দিকে জয়সূচক গোল করে ফাইনালে পা রাখে জাপান।
ম্যাচের ৩০তম মিনিটে ইয়ুজুকি ইয়ামামোতোর গোলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়ন জাপান। প্রথমার্ধে আর কোন গোল না হওয়ায় ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জাপানের মেয়েরা।
প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ম্যাচে ফিরে ব্রাজিল। ম্যাচের ৫৫তম মিনিটে মিরিয়াম ক্রিশ্চিনার গোলে সমতা ফিরে ব্রাজিল। ম্যাচে ফেরায় জমে উঠে খেলা, ব্রাজিলের পালে আশা জাগে ফাইনালে পা রাখার। তবে কাঙ্ক্ষিত গোলটি আর করতে পারেনি তারা।
সমতায় ফেরার ২৯ মিনিট পর ম্যাচের ৮৪তম মিনিটে ব্রাজিলের বুকে ছুরি বসিয়ে দেন মাইকা হামানো। বক্সের বাইরে থেকে সতীর্থের বাড়ানো বল দখলে নিয়ে দারুণ দক্ষতায় দলকে জয়সূচক গোল এনে দেন তিনি। শেষ দিকে আর কোন গোল না হওয়ায় ২-১ গোলের ব্যবধানের জয় নিয়ে ফাইনালে পা রাখে জাপানের মেয়েরা।
Back in the #U20WWC Final! ???????? Congratulations, @jfa_nadeshiko! See you Sunday!#VamosJuntas pic.twitter.com/XflQFXwcs3
— FIFA Women's World Cup (@FIFAWWC) August 26, 2022
রোববার (২৮ আগস্ট) পর্দা নামবে নারীদের এ প্রতিযোগিতার। ফাইনাল ম্যাচে জাপানের মুখোমুখি হবে স্পেন। গত বিশ্বকাপের ফাইনালেও এ দুই দল মুখোমুখি হয়েছিল। একই দিন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।
স্পোর্টসমেইল২৪/আরএস