দল ঘোষণার আগে বাংলাদেশ স্কোয়াডে চমক আসতে পারে ইঙ্গিত দিয়েছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। আদতে সেই চমকের কিছুই নেই নেপাল ও কম্বোডিয়ার বিপক্ষের ম্যাচের স্কোয়াডে। নতুন মুখ হিসেবে স্কোয়াডে ডাক পেয়েছেন শাহরিয়ার ইমন।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) নেপাল ও কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেন হ্যাভিয়ের ক্যাবরেরা। এশিয়া কাপ বাছাইয়ের স্কোয়াড থেকে বাদ পড়েছেন চার ফুটবলার।
তারা হলেন- মেরাজ হাসান অপি, পাপন সিং, জাফর ইকবাল ও মাহবুবুর রহমান সুফিল। এছাড়াও স্কোয়াডে জায়গা মেলেনি নাবীব নেওয়াজ জীবন ও শহিদুল আলমের। শৃঙ্খলা ভঙ্গের দায়ে জীবন এশিয়া কাপের স্কোয়াডেও ছিলেন না।
দল ঘোষণার বেশ আগেই বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা জানিয়েছিলেন স্কোয়াডে থাকবে চমক। সেই কথা রাখেননি ক্যাবরেরা।
প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া শাহরিয়ার ইমন প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে ১৭ ম্যাচে করেছিলেন দুই গোল। প্রথমবার প্রিমিয়ার লিগ খেলতে আসা এই ফুটবলার সতীর্থদের দিয়ে করিয়েছিলেন তিন গোল।
শুক্রবার (২৬ আগস্ট) থেকে ফুটবলারদের আবাসিক ক্যাম্প শুরু হবে। রাজধানীর উত্তরায় বাংলাদেশ পুলিশ এফসির মাঠে হবে অনুশীলন।
চলতি বছরের ২২ ও ২৭ সেপ্টেম্বর যথাক্রমে কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই ম্যাচই আয়োজিত হবে প্রতিপক্ষের মাঠে।
বাংলাদেশ দল:
গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, মোহাম্মদ নাঈম, আশরাফুল ইসলাম রানা, মাহফুজ হাসান প্রীতম।
ডিফেন্ডার: কাজী তারিক রায়হান, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন আরাফাত, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল রাফি, রহমত মিয়া, রিমন হোসেন, রায়হান হোসেন, ইশা ফয়সাল।
মিডফিল্ডার: সোহেল রানা (সিনিয়র), জামাল ভূঁইয়া, মাশুক মিয়া জনি, আতিকুর রহমান ফাহাদ, সোহেল রানা (জুনিয়র), হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, বিপলু আহমেদ।
ফরোয়ার্ড: সুমন রেজা, মতিন মিয়া, সাজ্জাদ হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, মোহাম্মদ ইব্রাহিম।
স্পোর্টসমেইল২৪/পিপিআর