ভারত ফুটবল ফেডারেশনের সভাপতি হতে চান বাইচুং

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০১ পিএম, ২৫ আগস্ট ২০২২
ভারত ফুটবল ফেডারেশনের সভাপতি হতে চান বাইচুং

ফুটবল ফেডারেশনের তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়েছে ভারত। আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ হওয়া ভারতের ফুটবল ফেডারেশনের সভাপতি হতে আগ্রহ প্রকাশ করেছেন দেশটির কিংবদন্তি ফুটবলার বাইচুং ভুটিয়া। এইজন্য ইতিমধ্যেই মনোনয়নপত্রও জমা দিয়েছেন।

ফিফার নিষেধাজ্ঞায় থাকা ভারতের ফুটবল ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি বছরের ২ সেপ্টেম্বর। এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। নির্বাচনের জন্য তাকে মনোনয়ন দিয়েছে দেশটির অন্ধ্র ফুটবল অ্যাসোসিয়েশন। এছাড়াও তাকে সমর্থন দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান ফুটবল অ্যাসোসিয়েশন।

মনোনয়ন পত্র জমা দিয়ে বাইচুং ভুটিয়া বলেন, “আমি দেশের হয়ে অনেক ম্যাচ খেলেছি। দেশের শীর্ষ ফুটবল ক্লাবে অনেক খেলেছি। আমি সামান্য হলেও ফুটবল প্রশাসন সম্পর্কে জানি। এছাড়াও আমি দেশের অলিম্পিকে শেফ দ্য মিশনের কাজ করেছি। আশা করি ভালো করতে পারবো।”

বাইচুং ভুটিয়ার সাথে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন দেশটির আরেকজন সাবেক ফুটবলার কল্যান চুবে। পশ্চিম বঙ্গের এই বিজেপি নেতাকে মনোনয়ন দিয়েছে গুজরাট ফুটবল অ্যাসোসিয়েশন। তাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অরুণাচল ফুটবল অ্যাসোসিয়েশন।

বাইচুং ভুটিয়াকে দুই প্রদেশের ফুটবল অ্যাসোসিয়েশনের পাশাপাশি সমর্থন দিয়েছেন দুই কিংবদন্তি ফুটবলার। তারা হলেন- দীপক মন্ডল ও নারী ফুটবলার মাধু কুমারি।

ফিফার নিষেধাজ্ঞায় থাকা কোনো আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে খেলার কোনো সুযোগ পাচ্ছে না ভারত। এমনকি জাতীয় দলের পাশাপাশি ক্লাব পর্যায়েও খেলতে পারবে না ভারতীয় ক্লাবগুলো।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ফিফার নিষেধাজ্ঞায় ভারত, নতুন সিদ্ধান্ত নিচ্ছে সাফ

ফিফার নিষেধাজ্ঞায় ভারত, নতুন সিদ্ধান্ত নিচ্ছে সাফ

ভারতীয় ফুটবলকে নিষিদ্ধ করলো ফিফা

ভারতীয় ফুটবলকে নিষিদ্ধ করলো ফিফা

দর্শকশূন্য স্টেডিয়ামে যোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে ফুটবলে ফিরলো ইউক্রেন

দর্শকশূন্য স্টেডিয়ামে যোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে ফুটবলে ফিরলো ইউক্রেন

ব্রাজিলের বদলে হন্ডুরাস-জ্যামাইকার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা

ব্রাজিলের বদলে হন্ডুরাস-জ্যামাইকার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা