রিয়াল মাদ্রিদকে ২০২১-২২ মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে নামলে আসবে একটি উত্তরই। সেটা করিম বেনজেমা। সেই স্বীকৃতি মিলতে পারে উয়েফার বর্ষসেরা পুরষ্কার হাতের পাবার মাধ্যমে। শুধু তাই নয়, তার পারফর্মেন্সে পুলকিত হয়ে চুক্তির মেয়াদ দুই বছর বাড়াতে পারে। এমন খবরই জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যমগুলো।
চুক্তি অনুযায়ী ২০২৩ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকবেন করিম বেনজেমা। তার পারফর্মেন্সে পুলকিত হয়েই চুক্তির মেয়াদ এক বছর বাড়ানোর প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। শীঘ্রই এই বিষয়ে আসবে চূড়ান্ত ঘোষণা।
সর্বশেষ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে মোট ৪৬ ম্যাচ খেলেছেন করিম বেনজেমা। এই সময়ে মোট ৪৬ গোল করেছিলেন তিনি। এছাড়াও চ্যাম্পিয়নস লিগে দুই হ্যাটট্রিকসহ এসেছিল মোট ১৫ গোল। যা ছিল ওই মৌসুমে সর্বোচ্চ।
উয়েফার বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে থাকা বেনজেমা আছেন ব্যালন ডি’অর জয়ের দৌড়েও। এমনকি বিবেচিত হতে পারেন ফিফার বর্ষসেরা ফুটবলার পুরষ্কারের জন্যও।
২০০৯ সালে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁ থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন করিম বেনজেমা। দলটিতে সেই সময় ক্রিস্টিয়ানো রোনালদো দলে থাকায় খুব একটা গোলের দেখা পাননি তিনি। এমনকি, তাকে দলে রাখা নিয়েও হয়েছিল তুমুল সমালোচনা।
তবে ক্রিস্টিয়ানো রোনালদো দল ছাড়ার পরই নিজের জাত চেনানো শুরু করেন করিম বেনজেমা। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ৬০৮ ম্যাচে ৩২৫ গোল করেছেন। এছাড়াও সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৬০ গোল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর