তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে বসবে উয়েফার জাকজমকপূর্ণ পুরষ্কার বিতরণী। বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে হতে যাওয়া এই অনুষ্ঠানে নির্ধারিত হবে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা পাওয়া ৩২ দলের প্রতিপক্ষ কারা হচ্ছে। এই অনুষ্ঠানের আগে কয়েকটি বিশেষ তথ্য দেওয়া যেতে পারে, এবারের আসরে খেলবে না নতুন কোনো দল আর এক যুগ পর রেঞ্জার্স ফিরেছে ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ে।
২০১০ সালে সর্বশেষ উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলেছিল স্কটিশ ক্লাব রেঞ্জার্স। এরপর অর্থনৈতিক কারণে চতুর্থ স্থরে পর্যন্ত নেমে গিয়েছিল দলটি। সেই দূর্দশা কাটিয়ে অর্ধদশক ধরে স্কটল্যান্ডের শীর্ষ লিগে নিয়মিত খেলছে রেঞ্জার্স। এবার ইউরোপ সেরার লড়াইয়ে ফিরেছে দলটি।
ফলে ২০০৭ সালের পর দুই স্কটিশ ক্লাবকে আবারো একসাথে ইউরোপ সেরার মঞ্চে দেখা যাবে। রেঞ্জার্স প্লে অফের বাঁধা পেরিয়ে আসলেও লিগ চ্যাম্পিয়ন হওয়ায় আগে থেকেই আছে সেল্টিকের নাম।
চ্যাম্পিয়নস লিগের প্লে অফে আন্তেনিও কোলাকের গোলে পিএসভি আন্দেইনহামের বিপক্ষে জয় পেয়েছে রেঞ্জার্স। এতেই চ্যাম্পিয়নস লিগে নিজেদের জায়গা নিশ্চিত করে তারা। এছাড়াও প্লে অফের বাঁধা পেরিয়েছে পর্তুগিজ ক্লাব বেনফিকাও।
সর্বশেষ ২০২১-২২ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়েছিল মালদোভার ক্লাব শেরিফ তিরাসপোল। প্রথমবার খেলতে এসেই রিয়াল মাদ্রিদকে হারিয়ে চমক দেখানো তিরাসপোল খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। অন্যান্য সব ক্লাবই একবার না একবার ইউরোপ সেরা মঞ্চে খেলেছিল।
চ্যাম্পিয়নস লিগের আগের নাম ছিল ইউরোপিয়ান কাপ। ওই টুর্নামেন্টে খেলেছিল ইউরোপা লিগের শিরোপাধারী ফ্র্যাঙ্কফুর্ট। তাই চ্যাম্পিয়নস লিগে নতুন হলেও তাদেরকে এই তালিকা থেকে বাদ পড়েছে তারা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর