অ্যামিওট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস নামক একটি ভয়ঙ্কর রোগের জন্য সচেতনাতা বাড়াতে ও তহবিল সংগ্রহ করতে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হয়েছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ছয় গোলের ম্যাচে জয় পায়নি কোনো দল, সন্তষ্ট থাকতে হয়েছে ড্র নিয়ে ।
বুধবার (২৪ আগস্ট) দিবাগত রাতে ন্যূ ক্যাম্পে ম্যানসিটিকে আথিতেয়তা দিয়েছে বার্সেলোনা। অনেক বছর পর স্মৃতিবিজড়িত মাঠে অন্য দলের কোচ হয়ে উপস্থিত পেপ গার্দিওয়ালা। তার অধীনেই একটা সময়ে এই মাঠ থেকেই পুরো বিশ্বে অপরাজেয় হয় উঠেছিল।
ম্যাচ মাঠে গড়ানোর পর ২১তম মিনিটে প্রথম গোল পায় সিটি। দুর্দান্ত এক গোল করে সিটিকে এগিয়ে দান জুলিয়ান আলভারেজ।
আট মিনিটের ব্যবধানে সমতায় ফেরে বার্সেলোনা। সার্জিও বুসকেটসের অ্যাসিস্ট থেকে ২৯তম মিনিটে দলকে সমতায় ফেরান আবোমেয়াং।
বার্সেলোনা-পিএসজি-জুভেন্টাসসহ ২০টি ক্লাবের বিপক্ষে তদন্তে উয়েফা
দ্বিতীয়ার্ধে প্রায় পুরো একাদশই বদলে ফেলেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। চ্যারিটি ম্যাচ বলে দিন প্রথম একাদশে নিয়মিত খেলোয়াড়দের অনেকেই ছিলেন না।
ম্যাচের ৬৬তম মিনিটে লিড পায় বার্সেলোনা। মেম্পিস ডিপাইয়ের অ্যাসিস্ট থেকে দারুণ এক গোল করে দলকে এগিয়েন ফ্রাঙ্কি ডি ইয়ং।
???? ????????????????????????????????????????
— FC Barcelona (@FCBarcelona) August 25, 2022
Barça 3-3 Manchester City
The fight against ALS won tonight ???? pic.twitter.com/9bv34O4Kjl
মাত্র চার মিনিটের ব্যবধানে সমতায় ফেরে সিটি। ৭০তম মিনিটে জো ক্যানসেলোর অ্যাসিস্ট থেকে স্কোর ২-২ করেন কোলে পালমার।
৭৯তম মিনিটে আরও একবার এগিয়ে যায় বার্সেলোনা। এবার গোল করেন মেম্ফিস ডিপাই। এই গোলের পর মনে হচ্ছিল এই ম্যাচে আর ফিরতে পারবে না সিটি। কিন্তু ম্যাচের অতিরিক্ত সময়ের একদম শেষ মুহূর্তে পেনাল্টি পায় সিটি। স্পটকিক থেকে সিটিকে সমতায় ফেরান রিয়াদ মাহরেজ।
❝We want to continue living and enjoying life❞
— FC Barcelona (@FCBarcelona) August 24, 2022
???? Juan Carlos Enzué
???? #TeamALS pic.twitter.com/87uHVz57yY
এরপরই খেলা শেষ করার বাশি বাজারন রেফারি। ন্যূ ক্যাম্পে এই চ্যারিটির ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন ৯০ হাজারের বেশি দর্শক। এই ম্যাচের সমস্ত অর্থ দান করা হবে অ্যামিওট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস রোগীদের চিকিৎসার জন্য।
স্পোর্টসমেইল২৪/এসকেডি