ক্যাসেমিরোর ইউনাইটেড যাত্রার পেছনে রয়েছে ভিন্ন চ্যালেঞ্জ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ২৪ আগস্ট ২০২২
ক্যাসেমিরোর ইউনাইটেড যাত্রার পেছনে রয়েছে ভিন্ন চ্যালেঞ্জ

হুট করেই রিয়াল মাদ্রিদ ছেড়ে ইংলিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন ক্যাসেমিরো। হুট করেই রিয়াল ছাড়াই অনেকেই বলেছেন অর্থের কারণে হয়তো ক্লাব ছেড়েছেন। রিয়ালে নিজের বিদায়ী অনুষ্ঠানে বিষয়টি অস্বীকার করে ক্যাসেমিরো জানিয়েছেন, চ্যালেঞ্জ নিতেই ক্লাব ছেড়েছেন। একই কথা জানিয়েছেন তারই ক্লাব সতীর্থ রাফায়েল ভারানে।

রিয়াল মাদ্রিদে একই সাথে খেলেছিলেন রাফায়েল ভারানে ও ক্যাসেমিরো। ম্যানচেস্টার ইউনাইটেডেও দুইজনের পুনর্মিলনী ঘটেছে। ক্যাসেমিরো ক্লাবে যোগ দেওয়ার পর ভারানে জানিয়েছেন, চ্যালেঞ্জ নিতেই এখানে এসেছেন তিনি।

রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে ফুটবলারদের যোগ দেওয়ার বিষয়টি একরকম নৈমত্তিক হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময়ে ভারানে ও ক্যাসেমিরো এই কাজ করেছেন। এর আগে অ্যাঞ্জেল ডি মারিয়াও রিয়াল ছেড়ে যোগ দিয়েছিলেন ইউনাইটেডে।

পুরোনো সতীর্থর সাথে আবারও পুনর্মিলনীর সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত ভারানে। বলেন, “খুব উচ্ছ্বসিত। আমি জানি সে দারুণ খেলে। সে দলে ভারসাম্য আনবে।”

ভারানে ইংলিশ ফুটবল বেশ উপভোগ করবে বলেও জানান ভারানে। এছাড়াও জানিয়েছেন, ঠিক কি কারণে রিয়াল ছেড়েছেন ক্যাসেমিরো।

বলেন, “সে যোদ্ধা। আমার বিশ্বাস ইংলিশ ফুটবল বেশ উপভোগ করবে। তার নতুন চ্যালেঞ্জের দরকার ছিল। সেই কারণেই ক্লাব ছেড়েছে। ক্লাব পরিবর্তনে সে আমার পরামর্শ নেয়নি।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্যাসিমিরোর দাম বেশি হয়ে গেছে!

ক্যাসিমিরোর দাম বেশি হয়ে গেছে!

বিদায় বেলায় আবারও রিয়ালে ফেরার আশা ক্যাসেমিরোর

বিদায় বেলায় আবারও রিয়ালে ফেরার আশা ক্যাসেমিরোর

কামাভিঙ্গা-চুয়েমেনিদের জন্য সময় চাইলেন আনচেলত্তি

কামাভিঙ্গা-চুয়েমেনিদের জন্য সময় চাইলেন আনচেলত্তি

রিয়াল অধ্যায়ের পর কোচিং ছাড়বেন কার্লো আনচেলত্তি

রিয়াল অধ্যায়ের পর কোচিং ছাড়বেন কার্লো আনচেলত্তি