ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়ান আগ্রাসনে বন্ধ হয়েছিল ইউক্রেনের ফুটবল লিগ। যুদ্ধের কারণে দীর্ঘ ছয় মাস বিরতির পর নতুন মৌসুম শুরু করেছে দেশটির ফুটবল ফেডারেশন। কিয়েভের অলিম্পিক স্টেডিয়ামে শাখতার দোনেস্ক ও মেটালিস্ট ১৯২৫ এর মধ্যকার ম্যাচ দিয়ে ইউক্রেনে শুরু হয়েছে ফুটবল। এই ম্যাচের আগে ইউক্রেনের পতাকা উত্তোলন করে শহীদদের প্রতি সম্মান জানিয়ে শুরু হয় লিগ।
ফেব্রুয়ারিতে ইউক্রেনজুড়ে শুরু হওয়া রাশিয়ান আগ্রাসনে বন্ধ হয় দেশটির স্বাভাবিক জীবনযাত্রা। যার প্রভাব পড়ে ফুটবল মাঠেও। ঘরোয়া লিগ দেরিতে শুরু হলেও ইউক্রেন দল আগেই মাঠে ফিরেছিল। জুনে কাতার বিশ্বকাপ বাছাইপর্বের প্লে অফ দিয়ে মাঠে ফেরেন ইউক্রেনীয় ফুটবলাররা।
এর দুই মাস পর মাঠে ফিরলো দেশটির ফুটবল। প্রত্যাবর্তনের দিনে দর্শকরা অবশ্য এই ঘটনার সাক্ষী হতে পারেননি। শূন্য স্টেডিয়ামে খেলেছে শাখতার দোনেস্ক ও মেটালিস্ট ১৯২৫। ম্যাচের ফলাফল ড্র হলেও এর আগে স্টেডিয়ামজুড়ে তৈরি হয়েছিল আবেগঘন পরিস্থিতি।
মূলত রাশিয়ার বিপক্ষে যুদ্ধে যাওয়া সৈনিক ও শহীদের সম্মানে নীরবতা পালন করে দুই দলের ফুটবলাররা। এছাড়াও উড়ানো হয় ইউক্রেনের জাতীয় পতাকা। তাতেই ম্যাচ শুরুর আগে তৈরি হয় আবেগঘন পরিস্থিতি। মাঠে ফুটবল ফিরিয়ে ইউক্রেনের জনগণকে স্বাভাবিক জীবনে ফেরানোর প্রক্রিয়াও শুরু করেছে দেশটির সরকার।
ইউক্রেনজুড়ে এখন ‘সামরিক আইন’ জারি রয়েছে। দেশটির নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে না থাকলেও রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি সামরিক আইন জারি করেছেন। ফলে, অনেক মানুষ একত্রিত হওয়ার কোনো সুযোগ নেই। দর্শকশূন্য স্টেডিয়ামেই তাই খেলতে হয়েছে দু’দলের ফুটবলারদের।
ফুটবল ম্যাচ চলাকালীন ফুটবলার ও ম্যাচ সংশ্লিষ্ট সবার নিরাপত্তার দায়িত্ব পালন করেছে দেশটির পুলিশ বাহিনী। এছাড়াও তাদের মাথার উপর ছিল বিমান বাহিনীর যুদ্ধ বিমান। যার মাধ্যমে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করেছে।
ইউক্রেনের প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম দিনে একটি ম্যাচ মাঠে গড়িয়েছে। দ্বিতীয় দিন থেকে অবশ্য একটি নয় বেশি সংখ্যক ম্যাচ মাঠে গড়াবে। বিষয়টি নিশ্চিত করেছে ইউক্রেনের ফুটবল ফেডারেশন।
ইউক্রেনের ঘরোয়া ফুটবলে এখনো মাঠে নামলেও ইতিমধ্যেই উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্লে অফে মাঠে নেমেছে দেশটির ফুটবল ক্লাব ডাইনামো কিয়েভ। পর্তুগিজ ক্লাব বেনফিকার কাছে দুই লেগ মিলিয়ে ৫-০ গোলের বড় ব্যবধানে হেরে অবশ্য টুর্নামেন্টের মূল পর্বের খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি তারা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর