বার্সেলোনা-পিএসজি-জুভেন্টাসসহ ২০টি ক্লাবের বিপক্ষে তদন্তে উয়েফা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪২ এএম, ২৪ আগস্ট ২০২২
বার্সেলোনা-পিএসজি-জুভেন্টাসসহ ২০টি ক্লাবের বিপক্ষে তদন্তে উয়েফা

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার অর্থনৈতিক সংকটের কথা পুরো বিশ্ব জানে। আর্থিক অস্থিরতায় লিওনেল মেসিকে পর্যন্ত ছেড়ে দিতে বাধ্য হয়েছে ক্লাবটি। এমনকি প্রায়ই শোনা যায়, চতুর্থ ইকোনমিক লেভার খুলে দিচ্ছে তারা। 

সেই ক্লাব চলতি গ্রীষ্মকালীন দলবদলে একের পর এক খেলোয়াড় দলে ভেড়াচ্ছে। এমনকি বেশ কয়েকটি খেলোয়াড় দলে ভেড়াতে ইংলিশ ক্লাব চেলসিকে পর্যন্ত পিছনে ফেলে দিয়েছে!

বার্সার এইরকম কারণে বিষ্মিত প্রায় সবাই! এমনকি বেশ কয়েকজন কোচ তো বলেই দিয়েছেন, তারা বুঝতেই পারছেন না বার্সা কিভাবে এতগুলো খেলোয়াড় দলে ভেড়ালো!

ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) টাকার গরম সবাই জানে! তবে সর্বশেষ ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপের চুক্তি নবায়ন নিয়ে নানা গুঞ্জন ভাসছে ফুটবল বিশ্বে।

কাতার বিশ্বকাপে নিরাপত্তার দায়িত্বে পাকিস্তানের সেনাবাহিনী

এমনকি লা লিগা ক্লাবটির বিপক্ষে আইনি ব্যবস্থাও নিয়েছিল যদিও শেষ পর্যন্ত কিছুই হয়নি পিএসজির। ফরাসি গণমাধ্যমের খবর অনুযায়ী শেষ টানা তিন বছরে লাভের মুখ দেখেনি পিএসজি, উল্টো তিন কোটি ইউরো লস হয়েছে।

দুই ক্লাবের বিপক্ষে বেধে দেওয়া আর্থিক সংগতি নীতি (এফএফপি) লঙ্ঘন করায় তদন্ত করবে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা উয়েফা। শুধু এই দুই ক্লাব নয়,ইতালির ইন্টার মিলান, জুভেন্টাস, এএস রোমাসহ ২০টি ক্লাবের  বিপক্ষে আর্থিক অনিয়মের অভিযোগে তদন্তে নেমেছে উয়েফা। 

ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমসের মতে, পিএসজি ও মার্শেইকে আর্থিক জরিমানা করা হবে। তবে বাকি ক্লাবগুলোর জন্য অপেক্ষা করছে আরও বড় শাস্তি। এমনকি দলবদলের মৌসুমে খেলোয়াড় কেনা কিংবা প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ হতে পারে ক্লাবগুলোকে।  

উয়েফার বর্তমান আর্থিক সংগতি নীতির মেয়াদ এ মৌসুমেই শেষ। আগামী মৌসুম থেকে নতুন নিয়মি চলবে এএফই। প্রত্যেক ক্লাবের আয় বুঝে খরচের সীমা বেধে দিবে উয়েফা। 

২০২৩ সালে মোট আয়ের ৯০ শতাংশ এসব খাতে খরচ  করা যাবে। । ২০২৪ সালে একইভাবে ৮০ শতাংশ এবং ২০২৫ সালে ৭০ শতাংশ খরচ করতে পারবে ক্লাবগুলো। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

রোনালদো হাত না মেলানোয় ‘হতভম্ব’ লিভারপুল কিংবদন্তী

রোনালদো হাত না মেলানোয় ‘হতভম্ব’ লিভারপুল কিংবদন্তী

পা ভেঙেছে উইনাল্ডমের, বিশ্বকাপ অনিশ্চিত

পা ভেঙেছে উইনাল্ডমের, বিশ্বকাপ অনিশ্চিত

নিবন্ধন না হওয়ায় বার্সেলোনার জার্সিতে খেলতে পারবেন না কুন্দে

নিবন্ধন না হওয়ায় বার্সেলোনার জার্সিতে খেলতে পারবেন না কুন্দে

বার্সার স্টেডিয়ামে লেভানডোভস্কির ঘড়ি চুরি

বার্সার স্টেডিয়ামে লেভানডোভস্কির ঘড়ি চুরি