স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির পর্তুগিজ মিডফিল্ডার বার্নাডো সিলভাকে দলে চায় এবং সিটি তাকে বিক্রি করতে চায় না এসব পুরোনো খবর। তবে সিলভা নিজে কিছু পরিষ্কার করে কিছু বলেননি এতদিন।
কিছুদিন আগে বলেছিলেন ভবিষ্যতে কি হবে তিনি জানেন না। তখন সবাই ধরে নিয়েছিল বার্সেলোনায় যাওয়ার আগ্রহ জন্মেছে তার। তবে এবার ইঙ্গিত দিলেন সিটিতেই থেকে যাওয়ার।
ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) তৃতীয় ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও কোনোরকমে হার এড়িয়েছে। ম্যাচ শেষে দলের সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন সিলভা।
বলেন, “আমরা মাত্র তৃতীয় ম্যাচ খেললাম এই মৌসুমে, এটা খুব বেশি চিন্তার কিছু নয়। আমি এখানে (সিটিতে) সুখি আছি, এই ক্লাবের সবাই আমাকে ভালোবাসে, আমিও তাদের ভালোবাসি।”
পা ভেঙেছে উইনাল্ডমের, বিশ্বকাপ অনিশ্চিত
ম্যানচেস্টার সিটির সঙ্গে সিলভার চুক্তির মেয়াদ শেষ হতে এখনো তিন বছর বাকি। প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা একাধিকবার বলেছে, সিলভার আপাতত কোথাও যাওয়া হচ্ছে না। যদিও সিটিজেন বস পেপ গার্দিওয়ালা বলেছেন কেউ যেতে চাইলে বাধা হবেন না।
শুধু বার্সেলোনা নয়, আরেক স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ ও ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকেও প্রস্তাব এসেছিল সিলভার জন্য।
যদিও বাকি দুই ক্লাব নয়, বার্সেলোনাতেই যাওয়ার আগ্রহ ছিল সিলভার। তবে সিটি কিছুতেই তাকে হাতছাড়া করত রাজি নয়।
২০১৭ সালে মোনাকো ছেড়ে সিটিতে গিয়েছিলেন সিলভা। এখন পর্যন্ত সিটিজেনদের জার্সিতে ১৬৯ ম্যাচ খেলেছেন সিলভা। যেখানে তার নামের পাশে ৩০টি গোলও রয়েছে।
স্পোর্টসমেইল২৪/এসকেডি