ব্রাজিল সুপার স্টার নেইমারের উপর তীব্র নজর রাখার জন্য রেফারিদের প্রতি আহ্বান জানিয়েছেন মেক্সিকান মিডফিল্ডার আন্দ্রেস গুয়ার্দাদো। নক আউট পর্বে সোমবার পরস্পরের মোকাবেলা করবে দল দুটি। গুয়ার্দাদোর মতে নেইমার ‘ফাউলে অতি নাটকীয়তা পছন্দ করেন’।
গত সপ্তাহে কোস্টারিকার বিপক্ষে ব্রাজিলের ২-০ গোলে জয়ের সময় নেইমার একটি পেনাল্টি আদায় করার চেষ্টা করেছিলেন। তবে ভিএআর’র সহায়তায় নেইমারের ওই বানানো নাটক ধরা পড়ে গেলে সেটি বাতিল হয়।
সার্বিয়ার বিপক্ষে জয় পাওয়া পরের ম্যাচেও নেইমার ছল চাতুরির আশ্রয় নিয়েছিলেন, যার তীব্র সমালোচনা হয়েছে। যে কারণে আগামী সোমবার সামারায় নক আউট পর্বের ম্যাচকে সামনে রেখে নেইমারের উপর জোড়ালো নজর রাখার জন্য কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন গুয়ার্দাদো।
তিনি বলেন, ‘নেইমার সম্পর্কে আমরা সবাই জানি । তাই আমি এবং আমার দলের আহ্বান, ফিফা এবং রেফারি যেন তার বিষয়ে সজাগ থাকে। এখন মাঠে ভিএআরের প্রচলন ঘটেছে। সুতরাং তাদের উচিত হবে তার বিষয়ে ওই প্রযুক্তির সহায়তা নেয়া।’