ফুটবল বিশ্বকাপের বাকি আছে তিন মাসেরও কম সময়। অথচ এ সময়েই পা ভেঙেছে ইতালিয়ান ক্লাব রোমার ডাচ ডিফেন্ডার জর্জিনিয়ো উইনাল্ডমের। ফলে কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডস দলে তারা থাকা নিয়েই দেখা দিয়েছে অনিশ্চিয়তা।
ঘটনা রোমার অনুশীলনের! প্রতিদিনের মতো অনুশীলন করছিলেন। সেখানেই এক পর্যায়ে সতীর্থের ট্যাকলে মারাত্মক ভাবে আহত হনে উইনাল্ডম। সোমবার (২২ আগস্ট) এক বিবৃতিতে ডাচ ডিফেন্ডারের চোটের বিষয়ে নিশ্চিত করেছে রোমা। তবে কতদিন পর মাঠে ফিরতে পারবেন, এটা নিশ্চিত করে বলতে পারেনি।
ইতালিয়ান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী কয়েকদিনে উইনাল্ডমের আরও একাধিক পরীক্ষার পর জানা যাবে আদৌ তার অস্ত্রোপাচার লাগবে না। এরপর বলা যাবে কতদিন পর মাঠে ফিরতে পারবেন তিনি।
তবে অস্ত্রোপাচার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কাতার বিশ্বাকপে হয়তো এই ডাচ ডিফেন্ডারকে দেখা যাবে না। কয়েকদিন আগেই ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে রোমায় গিয়েছেন উইনাল্ডম। শুরুতেই এরকম তার এরকম চোটে পড়াকে দুর্ভাগ্যজনক বলছেন রোমা কোচ হোসে মরিনহো।
ডি মারিয়ার চোটে আর্জেন্টাইন কোচের কপালে চিন্তার ভাঁজ
মরিনহো বলেন, “মানবিক গুনাবলির জোরে মাত্র দুই সপ্তাহেই গিনি (ভেইনালডাম) আমাদের একজন হয়ে উঠেছিল। বিষয়টা খুব কষ্টের যে দুর্ভাগ্যজনক এক দুর্ঘটনায় সে খুব বাজে চোট পেয়েছে, যা তাকে খেলা থেকে দীর্ঘ সময় দূরে রাখবে।”
২০১৮ বিশ্বকাপে অংশ না নিতে পারলেও ২০২২ বিশ্বকাপে অংশ নেওয়া আগেই নিশ্চিত করেছেন ২০১০ বিশ্বকাপের রানার্সআপ নেদারল্যান্ডস।
এবারে আসরে তাদের প্রথম ম্যাচ সেনেগালের বিপক্ষে চলতি বছরের ২১ নভেম্বর। গ্রুপ ‘এ’তে তাদের বাকি প্রতিপক্ষ কাতার ও ইকুয়েডর।
স্পোর্টসমেইল২৪/এসকেডি