হঠাৎই রিয়াল মাদ্রিদ ছেড়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লিখিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। রেড ডেভিলদের ডেরায় নাম লেখানো নিশ্চিত হওয়ার পর সান্তিয়াগো বার্নাব্যুতে আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠানে এসেছিলেন ক্যাসেমিরো। সেখানেই জানিয়েছেন, আবারও ক্লাবটিতে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন এই মিডফিল্ডার।
সোমবার (২২ আগস্ট) সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজিত হয় ক্যাসেমিরোর বিদায়ী অনুষ্ঠান। সেখানেই চোখের জলে উপস্থিত সবাইকে আবেগতাড়িত করে ফেলেন ক্যাসেমিরো।
রিয়ালের আট বছরের ক্যারিয়ারের আগে ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলোতে খেলেছিলেন। নাম না জানা ক্যাসেমিরোকে মূলত রিয়াল মাদ্রিদ ‘বি’ দলের জন্য ধারে নিয়ে আসা হয়েছিল। নিজের পরিশ্রম ও মেধা দিয়ে চমক জাগিয়ে জায়গা করে নেন রিয়াল মাদ্রিদের মূল দলে।
রিয়ালের হয়ে আট বছরের ক্যারিয়ারে পাঁচ চ্যাম্পিয়নস লিগ শিরোপার সাথে জিতেছিলেন তিন লা লিগা শিরোপা। ট্রফি জয়ের এই কৃতিত্বের চেয়ে বরং লস ব্ল্যাঙ্কোসদের জার্সিতে খেলতে পেরেই বেশি গর্ববোধ করছেন এই ব্রাজিলিয়ান। তিনি বলেন, “আমি অনেক শিরোপা জিতেছি। কিন্তু এখানে খেলতে পারাটাই আমার জন্য সবচেয়ে বেশি গর্বের।”
এছাড়াও রিয়াল মাদ্রিদ তাকে কিভাবে পরিবর্তন করে দিয়েছে তাও জানান বিদায় বেলায়। বলেন, “এখানে আসার আগে আমি একা ছিলাম। এখানে এসেই আমি ও আমার স্ত্রীকে নিয়ে স্বপ্ন দেখতে পেরেছি।”
তাই তো বিদায় নিলেও ক্লাবটিতে ফিরে আসার তীব্র তাড়নাও কাজ করছে তার মধ্যে। ফিরে আসতে চান প্রিয় মাদ্রিদে। বলেন, “ আশা করি ফিরে আসবো। এটা সবসময় আমার ঘর হয়ে থাকবে। যারা ভাবছেন অর্থের জন্য যাচ্ছি, না অর্থের জন্য যাচ্ছি না।”
ঠিক কি কারণে রিয়াল মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্ত এতো দ্রুত নিয়েছেন ক্যাসেমিরো সেই ব্যাখ্যাটাও দিয়েছেন। জানান, “আমি এখন নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছি। নতুন দেশ, নতুন সংস্কৃতি, নতুন লিগ।”
স্পোর্টসমেইল২৪/পিপিআর