ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) তৃতীয় রাউন্ডেই উত্তেজনা ছড়াবে লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেডের দ্বৈরথ। ইউনাইটেডের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা স্বাগতিকদের মুখোমুখি হবে। উত্তেজনাকর এই ম্যাচকেই আন্দোলনের জন্য বেছে নিয়ে ইউনাইটেড সমর্থকরা। তাতে ম্যাচ পণ্ড হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। সেই শঙ্কা সত্যি হলে সরাসরি ওয়াকওভার চেয়েছেন লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপ।
মৌসুমের প্রথম দুই ম্যাচেই হার দিয়ে শুরু করা ইউনাইটেড লিভারপুলের বিপক্ষে জিতবে এমন আশা ছেড়েই দিয়েছেন অলরেড সমর্থকরা। ম্যাচের ফলাফলের চেয়ে তাদের জন্য মুখ্য হয়ে দাঁড়িয়েছে ইউনাইটেডের মালিকানায় বদল আনতে চাওয়ার আন্দোলন।
লিভারপুল ম্যাচে ‘গ্ল্যাজার আউট’ ব্যানার-প্ল্যাকার্ডে স্টেডিয়াম মাতিয়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে রেড ডেভিল সমর্থকরা। তবে তা করতে গিয়ে মাঠে প্রবেশ করলে হয়তো পণ্ড হবে ম্যাচ। এমনটাই ধারণা লিভারপুল কোচ ক্লপের। সেই রকম পরিস্থিতি তৈরি হলে ওয়াকওভার চান তিনি।
অবশ্য তার শঙ্কাও উড়িয়ে দেওয়ার মতো নয়। এর আগে ২০২১ সালের মে মাসে ইউরোপিয়ান সুপার লিগে যোগ দেওয়ায় গ্ল্যাজার পরিবারের বিরুদ্ধে আন্দোলন করেছিল ক্লাবটির সমর্থকরা। সেবার গ্যালারি ছাড়িয়ে মাঠেও ঢুকে পড়েছিল। ড্রেসিং রুমে ঢোকার চেষ্টা করেছিল, তাতে অবশ্য সফল হতে পারেনি সমর্থকরা।
এই রকম ভয় থেকেই হয়তো ওয়াকওভার চেয়ে রেখেছেন ক্লপ। এছাড়াও বিশ্বকাপের বছর হওয়া ফুটবলে রয়েছে বেশ ব্যস্ততা। বাতিল হওয়া ম্যাচে পরে আয়োজন করতেও আয়োজকদের হিমশিম খেতে হবে, এমনটাও মনে করিয়ে দিয়েছেন ক্লপ।
তিনি বলেন, “আশা করছি, এমন কিছু হবে না। কিন্তু যদি এমন কিছু হয়ই (সমর্থকদের প্রতিবাদ কর্মসূচির কারণে ম্যাচ স্থগতি), আমি মনে করি, আমাদের পয়েন্ট দিয়ে দেওয়া উচিত। এ পরিস্থিতি নিয়ে আমাদের কিছু করার নেই। সমর্থকেরা যদি ম্যাচটি হতে দিতে না চায়, তাহলে মহাব্যস্ত এ সূচির মধ্যে আমাদের পক্ষে ম্যাচটি আবার কোথাও ঢোকানো সম্ভব নয়।”
এদিকে ইউনাইটেডের বিপক্ষে জয় তুলে নিয়ে মৌসুমের প্রথম জয়টা তুলে নিতে চায় অলরেডরা। প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম দুই ম্যাচেই পয়েন্ট ভাগাভাগি করেছিল তারা। বিপরীতে অলরেডরা এখনো নিজেদের পয়েন্ট একাউন্টে ঢোকাতে পারেনি কোনো পয়েন্ট।
স্পোর্টসমেইল২৪/পিপিআর