কেনের গোলে টটেনহ্যামের কষ্টার্জিত জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪২ পিএম, ২০ আগস্ট ২০২২
কেনের গোলে টটেনহ্যামের কষ্টার্জিত জয়

জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু করা দ্বিতীয় ম্যাচে চেলসির বিপক্ষে টটেনহ্যামের ত্রাণকর্তা ছিলেন ইভান পেরিসিচ ও হ্যারি কেন। উলভারহ্যাম্পটনের বিপক্ষে লিগের তৃতীয় ম্যাচেও ত্রাণকর্তা এই জুটি। পেরিসিচের সহায়তায় উলভারহ্যাম্পটনের জালে বল জড়িয়েছেন কেন। এতেই লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে উত্তর লন্ডনের ক্লাবটি।

শনিবার (২০ আগস্ট) ঘরের মাঠে উলভারহ্যাম্পটনকে আতিথ্য দেয় অ্যান্তেনিও কন্তে। চেলসির বিপক্ষে হাতাহাতিতে জড়িয়ে এই ম্যাচে স্বাগতিকদের ডাগ আউটে কন্তের দেখা মেলেনি। 

ম্যাচের শুরু থেকেই স্পার্সদের খেলায় পড়েছিল এর প্রভাব। প্রথমার্ধ শেষে স্বাগতিকদের গোলবার লক্ষ্য করে ১২ টি শট নেয় সফরকারী উলভারহ্যাম্পটন। সফরকারীদের ফিনিশিং দক্ষতার অভাবের সাথে স্বাগতিক গোলরক্ষক হুগো লরিসের দক্ষতায় জাল অক্ষত রাখতে সক্ষম টটেনহ্যাম।

বিরতি থেকে ফিরে খেলার এই বাজে অবস্থার কারণে স্বাগতিকদের শুনতে হয় ‘দুয়োধ্বনি’। সেই অবস্থার মধ্যেও দলকে সমতায় ফেরান ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন। ম্যাচের ৬৪তম মিনিটে ইভান পেরিসিচের মাথা ছুঁয়ে যাওয়া বলে গোলবারে বল জড়ান হ্যারি কেন।

এটি ছিল স্পার্সদের জার্সিতে তার ২৫০তম গোল। ইংলিশ প্রিমিয়ার লিগে যেকোনো নির্দিষ্ট ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের মালিকও এখন হ্যারি কেন। ম্যানচেস্টার সিটি তারকা সার্জিও আগুয়েরোর ১৮৪ গোলকে ছাড়িয়ে কেনের বর্তমান গোলসংখ্যা ১৮৫ টি।

হ্যারি কেনের গোলে জয় পাওয়া টটেনহ্যাম এখন প্রিমিয়ার লিগের শীর্ষে অবস্থান করছে। তিন ম্যাচে দুই জয়ের বিপরীতে রয়েছে এক ড্র। তিন ম্যাচে অ্যান্তেনিও কন্তের শীষ্যদের অর্জন ৭ পয়েন্ট।

স্পোর্টসমেইল২৪/পিপিআর  



শেয়ার করুন :


আরও পড়ুন

দোষ বেশি টুখেলের, জরিমানা হয়েছে কন্তেরও

দোষ বেশি টুখেলের, জরিমানা হয়েছে কন্তেরও

দ্য হানড্রেডে ক্রিকেট প্রতিভা দেখালেন ফুটবলার হ্যারি কেন

দ্য হানড্রেডে ক্রিকেট প্রতিভা দেখালেন ফুটবলার হ্যারি কেন

পাঁচ বছরের চুক্তিতে টটেনহ্যামে ব্রাজিলিয়ান রিচার্লিসন

পাঁচ বছরের চুক্তিতে টটেনহ্যামে ব্রাজিলিয়ান রিচার্লিসন

ইভান পেরিসিককে দলে ভেড়াচ্ছে টটেনহ্যাম

ইভান পেরিসিককে দলে ভেড়াচ্ছে টটেনহ্যাম