ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) চেলসি-টটেনহ্যাম মাচে কি কাণ্ডটাই না ঘটিয়েছেন দুই দলের কোচ টমাস টুখেল ও আন্তোনিও কন্তে। দুই কোচের বিষ্ময়কয় হাতাহাতি কাণ্ডে ঝড় উঠেছিল ফুটবল বিশ্বে।
ম্যাচ চলাকালীন দুই কোচকেই একবার হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করা হলেও পরবর্তীতে ম্যাচ শেষে করমর্দন করতে গিয়ে আবারও বিবাদে জড়িয়ে পড়েন তারা। ফলে রেফারি বাধ্য হয়ে তাৎক্ষণিক শাস্তি হিসেবে টমাস টুখেল, আন্তেনিও কন্তে দু’জনকেই লাল কার্ড দেখান।
তখনই অবশ্য বোঝা গিয়েছিল শুধু লাল কার্ড দেখে রেহাই পাচ্ছেন না তারা, অপেক্ষা করছে বড় শাস্তি। এবার সেই শাস্তির ঘোষণাই দিয়েছেন ইপিএল কর্তৃপক্ষ।
তাদের তদন্তে পুরো ঘটনায় বেশিরভাগ দোষ পড়েছে চেলসি কোচ টমাস টুখেলের ঘাড়ে। সেজন্য তার শাস্তিও হয়েছে কন্তের তুলনায় বেশি। যেখানে ডাগ আউটে এক ম্যাচ নিষেধাজ্ঞাসহ টুখেলকে দিতে হবে ৩৫ হাজার পাউন্ড। সেখানে শুধু ১৫ হাজার পাউন্ড জরিমানা দিয়েই রেহাই পাচ্ছেন টটেনহ্যাম কোচ কন্তে।
টটেনহ্যাম ম্যাচে হওয়া বর্ণবাদী আচরণের তদন্ত করবে চেলসি
তবে আজ প্রিমিয়ার লিগের ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন চেলসি বস। কারণ, লিখিত আকারে প্রকাশের আগ পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে না। এমনকি এই রায়ের বিরুদ্ধে এর মধ্যে আপিলও করতে পারবেন দু’জনেই।
ঘটনার সূত্রপাত গত রোববারে টটেনহ্যাম-চেলসি ম্যাচের একটি ফাউলের আবেদনকে কেন্দ্র করে। একটি ফাউলের আবেদন করেছিলেন চেলসির ফুটবলাররা, সেটা নিয়েই ডাগআউটে উত্তেজনা শুরু হয়। এরপর ম্যাচে সমতায় ফিরলে টটেনহ্যাম কোচ কন্তে উদযাপন করতে গিয়েই ক্ষেপে ওঠেন চেলসি কোচ টুখেলের উপর।
BREAKING????: Tuchel fined £35k and banned from the touchline for one match, Conte fined £15k ???? pic.twitter.com/5uYBW376rF
— Sky Sports News (@SkySportsNews) August 19, 2022
ম্যাচ শেষে রীতি অনুযায়ী সৌজন্যমূলক হাত মেলানোর সময়েও বিবাদে জড়িয়ে পড়েন টুখেল ও কন্তে। কেউই যেন হাত ছাড়তে চাইছিলেন না! এসময় দু’দলের একাধিক সদস্য এগিয়ে সে আলাদা করেন তাদের।
স্পোর্টসমেইল২৪/এসকেডি