অবশেষে পেনাল্টি বিতর্কের অবসান হলো ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) অন্দরমহলে। লিওনেল মেসি বা নেইমার নয় ফরাসি তারকা কিলিয়ান এমবাপেকেই প্রথম পেনাল্টি টেকার হিসেবে বেঁছে নিয়েছেন পিএসজি বস ক্রিস্টোফার গ্যাল্টিয়ের।
লিগ ওয়ানের চলতি মৌসুমের দ্বিতীয় ম্যাচে মন্টিপ্লেয়ের বিপক্ষে পেনাল্টি নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপে ও ব্রাজিলিয়ান তারকা নেইমার।
এরপর সেই রেশ চলে যায় ড্রেসিংরুমে। দু’জনের তর্কাতর্কি, এমনকি হাতাহাতিতেও জড়িয়ে পড়েন। ফলে অশান্ত হয়ে পড়ে পিএসজির ড্রেসিংরুম। দুইজনের প্রভাব বিস্তারে ড্রেসিংরুম দুইভাগে ভাগ হয়ে যাওয়ার শঙ্কাও দেখা দেয়।
ফলে কিছুটা অস্বস্তিতেই পড়ে পিএসজি। সে কারণে যত দ্রুত সম্ভব বিষয়টি সমাধানের নির্দেশ দেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। এরপরই এমবাপে ও নেইমারকে নিয়ে জরুরী সভা করেন পিএসজি বস গ্যাল্টিয়ের।
বার্সার স্টেডিয়ামে লেভানডোভস্কির ঘড়ি চুরি
সেখানে সিদ্ধান্ত হয় পিএসজির প্রথম পেনাল্টি টেকার হবেন কিলিয়ান এমবাপে। তবে যদি একই দুইটি পেনাল্টি পায় পিএসজি, সেক্ষেত্রে দ্বিতীয় পেনাল্টি নেবেন নেইমার।
এদিকে পেনাল্টিতে প্রথম বা দ্বিতীয় কোনো ক্ষেত্রেই বিবেচিত হননি পিএসজির আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ফরাসি গণমাধ্যমের খবর অনুযায়ী বয়সে ছোট দুই সতীর্থের ইগোর লড়াইয়ে ঢুকতে চান না মেসি।
পিএসজির ড্রেসিংরুমে নেইমার-এমবাপের তর্কাতর্কি
২০২২-২৩ মৌসুমে দুর্দান্ত শুরু করেছে পিএসজি। ফরাসি সুপার কাপ জিতে মৌসুম শুরু করার ফরাসি ক্লাবটি লিগ ওয়ানের প্রথম দুই ম্যাচেই গোল উৎসব করেছে। দুই ম্যাচ মিলে প্রতিপক্ষে জালে ১০ বার বল পাঠিয়েছেন মেসি-এমবাপে-নেইমাররা।
আগের মৌসুমে বিবর্ণ থাকলেও এ মৌসুমে শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন নেইমার-মেসিরা। সব মিলিয়ে তিন ম্যাচে মেসির তিন গোল ও নেইমার করেছেন পাঁচ গোল। অন্যদিকে ইনজুরি কাটিয়ে গত ম্যাচেই ফিরেছেন এমবাপে, করেছেন এক গোল।
স্পোর্টসমেইল২৪/এসকেডি