অনুশীলনে যোগ দেওয়ার আগে বা বের হওয়ার পর ভক্তদের অটোগ্রাফ, সেলফির আবদার মেটানো নতুন কিছু নয়। তবে এবার সেই আবদার মেটাতে গিয়েই বড়সড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছিলেন বার্সেলোনার পোলিশ ফুটবলার রবার্ট লেভানডোভস্কি।
জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ থেকে কয়েকদিন আগেই বার্সেলোনায় গিয়েছেন লেভানডোভস্কি। প্রতিদিনের মতোই বৃহস্পতিবার (১৮ আগস্ট) অনুশীলনে যোগ দেওয়ার জন্য ন্যূ ক্যাম্পে পৌঁছেছিলেন তিনি।
লেভানডোভস্কি পৌছালেই ভক্তরা আবদার করেন সেলফি, অটোগ্রাফের। পোলিশ তারকাও সন্তষ্ট মনে ভক্তদের আবদার মেটাচ্ছিলেন।
সেই সুযোগে কোনো এক ভক্ত গাড়ির প্যাসেঞ্জার দরজা খুলে হাতিয়ে নেয় পোলিশ এই তারকার ঘড়ি। টের পেয়ে সঙ্গে সঙ্গেই চোরের পিছনে দৌড় শুরু করেন লেভানডোভস্কি। ঘড়িটার মূল্য ৭০০০০ হাজার ইউরো, যেটা বাংলাদেশী টাকায় দাঁড়ায় ৬৭ লাখ টাকার বেশি।
Robert Lewandowski had his 70,000 euro watch stolen outside training ground as he attempted to chase after the thief https://t.co/T6DLm7luVJ
— MailOnline Sport (@MailSport) August 18, 2022
কিন্তু শেষ পর্যন্ত আর চোরের নাগাল পাননি। পরে বাধ্য হয়ে স্থানীয় পুলিশকে ফোন করেন বার্সার নতুন তারকা। পরে পুলিশ দ্রুত ওই চোরকে ধরে ফেলে এবং লেভানডোভস্কির ঘড়িও ফেরত দেওয়া হয়। এই ঘটনার পর ক্লাবের বাইরে নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বার্সেলোনা কৃর্তৃপক্ষ।
২০২২-২৩ মৌসুমে লা লিগায় প্রথম ম্যাচে রায়ো ভায়োকানোর বিপক্ষে ড্র করেছে বার্সেলোনা, গোল পাননি লেভানডোভস্কি। রোববার (২১ আগস্ট) দিবাগত রাতে দ্বিতীয় ম্যাচে রিয়াল সোসিয়াদের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা।
স্পোর্টসমেইল২৪/এসকেডি