ইউনাইটেডই হচ্ছে ক্যাসিমিরোর নতুন ঠিকানা!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩০ পিএম, ১৯ আগস্ট ২০২২
ইউনাইটেডই হচ্ছে ক্যাসিমিরোর নতুন ঠিকানা!

বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেডে যেতে পারেন ক্যাসিমিরো। সম্ভবত গুঞ্জনটাই সত্যি হতে যাচ্ছে। রিয়াল মাদ্রিদ থেকে এবার ওল্ড ট্রাফোর্ডে নাম লেখাচ্ছেন এই ব্রাজিলিয়ান। গণমাধ্যমের খবর, চার বছরের চুক্তিতে দলটিতে যোগ দিবেন।

রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচ চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতা ক্যাসিমিরো অনেক আগে থেকেই ইংল্যান্ডে খেলার ইচ্ছা পোষণ করছিলেন। নিজেদের মিডফিল্ডের সমস্যা সমাধানে ক্যাসিমিরোর উপর চোখ দিয়েছেন ইউনাইটেডের নতুন কোচ এরিক টেন হাগ।

ইউনাইটেডের দেওয়া চুক্তির প্রস্তাব মনপুত হওয়ায় তাই আর স্প্যানিশ ক্লাবটিতে না থাকার বিষয়টি জানিয়ে দিয়েছেন ক্যাসিমিরো। তাকে দলে নিতে ইউনাইটেড কি পরিমাণ অর্থ খরচ করছে তা এখনো জানা যায়নি।

তবে তাকে প্রতি মৌসুমে ৬০ মিলিয়ন ইউরো বেতন দিবে ক্লাবটি। এছাড়াও থাকছে ১০ মিলিয়ন ইউরো বোনাস। প্রাথমিকভাবে ৩০ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার চার বছরের চুক্তিতে ইংল্যান্ডে যাবেন। পরে অবশ্য আরও এক বছর চুক্তির মেয়ার বাড়ানোর সুযোগ রয়েছে।

চুক্তির বিষয়ে এখনো কোনো পক্ষই মুখ না খুললেও ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর খবর শনিবারের (২০ আগস্ট) মধ্যে ইউনাইটেডের পৌঁছাবেন ক্যাসিমিরো। সেখানে স্বাস্থ্য পরীক্ষা শেষে আনুষ্ঠানিকভাবে চুক্তি করবেন। মূলত ভিসা সমস্যার কারণে তাকে দলে ভেড়াতে বিঘ্ন হচ্ছে ক্লাবটির।

রিয়াল মাদ্রিদ থেকে এর আগে রাফায়েল ভারানে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন। এছাড়া রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাস হয়ে এখন ওল্ড ট্রাফোর্ডে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েন পুরোনো দুই সতীর্থর সাথে এক হবেন ক্যাসিমিরো।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

রিয়াল অধ্যায়ের পর কোচিং ছাড়বেন কার্লো আনচেলত্তি

রিয়াল অধ্যায়ের পর কোচিং ছাড়বেন কার্লো আনচেলত্তি

১৭ বছর পর ব্যালন ডি'অর জয়ের লড়াইয়ে নেই মেসি

১৭ বছর পর ব্যালন ডি'অর জয়ের লড়াইয়ে নেই মেসি

বেনজেমা  ব্যালন ডি’অর জিতবেন, নিশ্চিত আনচেলত্তি

বেনজেমা ব্যালন ডি’অর জিতবেন, নিশ্চিত আনচেলত্তি

বয়স বলে কিছু নেই: করিম বেনজেমা

বয়স বলে কিছু নেই: করিম বেনজেমা