ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) দ্বিতীয় সপ্তাহেই উত্তেজনা ছড়িয়েছে চেলসি-টটেনহ্যাম ম্যাচ। ডাগআউটে হাতাহাতিতে জড়িয়েছিলেন দুই দলের কোচ। এর মধ্যেই ম্যাচ চলাকালীন চেলসির মাঠে বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন টটেনহ্যামের কোরিয়ান মিডফিল্ডার সন।
চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে স্বাগতিকদের বিপক্ষে কর্ণার কিক নেওয়ার সময় গ্যালারি থেকে তার উদ্দেশে বর্ণবাদী মন্তব্য করেন সমর্থকরা। বিষয়টির ছবি খুব দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এতেই নড়েচড়ে বসে চেলসি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৮ আগস্ট) এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়ে দেয় বিষয়টি নিয়ে তদন্ত করবে তারা। দোষী ব্যক্তিকে খুঁজে পেলে নিষিদ্ধ করা হবে স্ট্যামফোর্ড ব্রিজে।
২০২২-২৩ মৌসুম থেকে হাঁটু গেড়ে বর্ণবাদ বিরোধী আচরণের প্রতি সম্মান জানানোর নিয়ম থেকে সরে এসেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। এর মধ্যেই মৌসুমের শুরুতে বর্ণবাদের শিকার হলেন সন।
ইংলিশ প্রিমিয়ার লিগে তার বর্ণবাদের শিকার হওয়ার বিষয়টি নতুন নয়। এর আগে ২০২১-২২ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠেও বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন তিনি। সেবার তিন রেড ডেভিল সমর্থককে নিষিদ্ধ করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড।
স্পোর্টসমেইল২৪/পিপিআর