ইউনাইটেডে থাকা রোনালদোকে চায় পর্তুগালের ক্লাব!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৯ পিএম, ১৮ আগস্ট ২০২২
ইউনাইটেডে থাকা রোনালদোকে চায় পর্তুগালের ক্লাব!

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যেতে চান, অনেক আগেই জানিয়ে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু সমস্যা হলো, কোনো ক্লাবই তাকে দলে নিতে আগ্রহ দেখাচ্ছিল না। তবে এবার পর্তুগালের ক্লাব স্পোর্টিং সিপি দলে ভেড়াতে চায় রোনালদোকে।

প্রাক মৌসুমে ছিলেন না, মৌসুম শুরুর আগে যদিও যোগ দিয়েছেন দলে কিন্তু ইউনাইটেডে যে তিনি সুখি নেই সেটা আর বলার অপেক্ষা রাখে না। ইউনাইটেডের কোচ এরিক টেন হাগের সঙ্গেও সম্পর্ক দিন দিন শীতল হয়ে যাচ্ছে।

এদিকে চ্যাম্পিয়নস লিগ খেলার জন্য মরিয়া হয় উঠেছেন তিনি। আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলবে না ম্যানইউ। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগে খেলবে স্পোর্টিং সিপি।

ফলে চ্যাম্পিয়নস লিগ খেলার আশায় রোনালদো সিপিতে যেতে রাজি হতে পারেন বলে ধারণা করছে পর্তুগিজ গণমাধ্যমগুলো। তবে দুই পক্ষে যদি সম্মতও হয় তাহলেও রোনালদোকে দলে টানা খুব এক সহজ হবে না সিপির জন্য। 

রোনালদোর আকাশছোঁয়া বেতন আদৌ বহন করতে পারবে কিনা সিপি সেটাও আলোচনার বিষয়। আর সেটা পারলেও তাদের অর্থনৈতিক বিভাগে অনেক কিছুর পরিবর্তন আনতে হবে। ফলে দুই পক্ষ চাইলেও সেটা আদৌ হবে কিনা এটা নিয়েও সন্দেহর অবকাশ রয়েছে। 

এদিকে ইউনাইটেড যদিও রোনালদোকে এতদিন ধরে রাখার আপ্রান চেষ্টা চালিয়েছে। তবে এবার নাকি কোচ টেন হাগের মতকে প্রাধান্য দিয়ে রোনালদো যেতে চাইলে বাধা দিবে না বলে ধারণা করছে ইংলিশ গণমাধ্যমগুলো। 

জুভেন্টাসে যাচ্ছেন বার্সেলোনার ডিপাই

গ্রীষ্মকালীন দলবদল শেষ হওয়ার আগে অন্তত পাঁচজন খেলোয়াড় দলে চান এরিক টেন হাগ। রোনালদো চলে গেলে সেটার প্রয়োজনীয়তা আরও বাড়বে। 

যদিও রোনালদকে নিয়মিত একাদশে আদৌ টেন হাগ সুযোগ দিবেন কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ, এর আগে বলেছিলেন ম্যাচ খেলার জন্য রোনালদোর ম্যাচ ফিটনেস ফিরে পেতে হবে।

এমনিতেই আগের মৌসুমে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ শেষ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর এবার তো প্রথম দুই ম্যাচেই গো হারা হারতে হয়েছে তাদের।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

নেইমার-এমবাপের লড়াইয়ে পিএসজির ড্রেসিংরুম ভাগ হওয়ার শঙ্কা

নেইমার-এমবাপের লড়াইয়ে পিএসজির ড্রেসিংরুম ভাগ হওয়ার শঙ্কা

ডি মারিয়ার চোটে আর্জেন্টাইন কোচের কপালে চিন্তার ভাঁজ

ডি মারিয়ার চোটে আর্জেন্টাইন কোচের কপালে চিন্তার ভাঁজ

দাবি মেনে নিল ফিফা, বাতিল আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ

দাবি মেনে নিল ফিফা, বাতিল আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ

ফিফার নিষেধাজ্ঞায় ভারত, নতুন সিদ্ধান্ত নিচ্ছে সাফ

ফিফার নিষেধাজ্ঞায় ভারত, নতুন সিদ্ধান্ত নিচ্ছে সাফ