অনেক স্বপ্ন নিয়ে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় গিয়েছিলেন নেদারল্যান্ডসের ফুটবল মেম্পিস ডিপাই। কিন্তু মাত্র এক মৌসুমেই বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে তার। ন্যূ ক্যাম্প ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যাওয়ার ব্যাপারে মৌখিকভাবে সম্মত হয়েছেন এই ডাচ ফুটবলার।
২০২১/২২ মৌসুমের শুরুতে ফ্রেন্স ক্লাব লিয়ন থেকে ডিপাইকে উড়িয়ে এনেছিল বার্সেলোনা। কিউলদের জার্সি গায়ে শুরুর দিকে নিজের সামর্থ্যের প্রমাণও দিয়েছেন। তবে জাভি হার্নান্দেজ কোচ হয়ে আসার পর একাদশে তার দেখা মেলে কম।
এদিকে চলতি গ্রীষ্মকালীন দলবদলে একাধিক ফুটবলার দলে ভিড়িয়েছে বার্সেলোনা। যেখানে রবার্ট লেভানডোভস্কির মতো স্ট্রাইকার রয়েছেন। এতে করে জাভির অধীনে ডিপাই’র একাদশে সুযোগ পাওয়াটা আরও কষ্টসাধ্য হয়ে পড়বে, এটা বলাই যায়।
ফলে সব মিলিয়ে বার্সেলোনায় নিজের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে অর্থনৈতিক বিষয়গুলো সমতা আনতে বেশ কিছু খেলোয়াড়ও বিক্রি করতে চায় বার্সেলোনা। যেখানে ডিপাইয়ের নামও রয়েছে।
Juventus have new contact scheduled today in order to get Memphis Depay deal done. Full agreement still not completed but negotiations in progress, as Memphis would leave Barça on a free transfer. ???????? #Juve
— Fabrizio Romano (@FabrizioRomano) August 18, 2022
Important hours also to understand more on Aubameyang deal with Chelsea. pic.twitter.com/vI6jmVmYm0
বার্সেলোনার সঙ্গে চুক্তি বাতিলে সমঝোতায় পৌছালেই জুভেন্টাসের সঙ্গে ডিপাইয়ের চুক্তির ব্যাপারে আনুষ্টানিক ঘোষণা আসবে বলে ধারণা করছে স্প্যানিশ গণমাধ্যমগুলো।
এদিকে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস চলতি গ্রীষ্ককালীন দলবদলের শুরু থেকেই একজন স্ট্রাইকারের খোঁজে রয়েছে। যদিও ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে আর্জেন্টাইন ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়াকে দলে ভিড়িয়েছে তার।
নেইমার-এমবাপের লড়াইয়ে পিএসজির ড্রেসিংরুম ভাগ হওয়ার শঙ্কা
তবুও আরও একজন ফরোয়ার্ড দলে ভেড়াতে চায় তারা। জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রির স্ট্রাইকার সমস্যার দারূণ সমাধান হতে পারেন ডিপাই, এমনটাই মনে করছেন ফুটবল বিশেজ্ঞরা।
বার্সেলোনার জার্সিতে এখন পর্যন্ত ২৮টি ম্যাচ খেলেছেন ডিপাই। যেখানে তার নামের পাশে যোগ হয়েছে ১২টি গোল।
স্পোর্টসমেইল২৪/এসকেডি