নেইমার-এমবাপের লড়াইয়ে পিএসজির ড্রেসিংরুম ভাগ হওয়ার শঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ১৭ আগস্ট ২০২২
নেইমার-এমবাপের লড়াইয়ে পিএসজির ড্রেসিংরুম ভাগ হওয়ার শঙ্কা

ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে ও ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়ের দ্বন্দ্বে ড্রেসিংরুমকে ভাগ হয়ে যেতে পারে। দু’জনের মধ্যে ইগো ও ক্ষমতার লড়াই পিএসজির ড্রেসিংরুমের পরিবেশ নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

লিগ ওয়ানের দ্বিতীয় ম্যাচে পেনাল্টি নেওয়া নিয়ে ঘটনার সূত্রপাত। ওই ঘটনার পর মাঠে বাকি সময় প্রায় দাড়িয়েই ছিলেন এমবাপে। এরপ ড্রেসিংরুমে দু’জনের মধ্যে তর্কাতর্কি ও গালাগালি হয়েছে। বাকি সতীর্থরা এগিয়ে তাদের আলাদা না করে আরও বড় ঘটনা ঘটতে পারতো।

দু’জনই এখন পিএসজির ড্রেসিংরুমে ক্ষমতার প্রভাব দেখানোর চেষ্টায় ব্যস্ত। ফলে স্বাভাবিকভাবেই ড্রেসিংরুম দুইভাগে ভাগ হয়ে যাবে বলে ধারণা করছে ফরাসি গণমাধ্যমগুলো। 

রিয়াল মাদ্রিদের সঙ্গে লম্বা সময় দেন-দরবার করেও শেষ পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন এমবাপে। এবং চুক্তি নবায়ন করে পিএসজির ড্রেসিংরুমে কর্ত্বতৃ নিজের দখলে নেওয়ার মনোভাব ছিল এমবাপের।

পিএসজির ড্রেসিংরুমে নেইমার-এমবাপের তর্কাতর্কি

কিন্তু মৌসুমের শুরুতে ইনজুরিতে প্রথম দুই ম্যাচে ছিলেন না। আর এ সময়ে তিন ম্যাচে তিন গোলের সঙ্গে গোটা কয়েক অ্যাসিস্ট করে সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন নেইমার।

ফলে প্রভাব খাটানোর বদলে মৌসুমের শুরুতেই নেইমারের ছায়ায় পড়ে যাওয়া ভালোভাবে নিচ্ছেন না তিনি। এরপর আবার পেনাল্টির বল তার হাত থেকে রীতিমতো কেড়ের নিয়েছেন নেইমার। এছাড়া নেইমারের সঙ্গে আগে থেকেই তার শীতল সম্পর্কের গুঞ্জন তো রয়েছেই! 

অন্যদিকে কিছুদিন আগেও নেইমারের অবস্থান পিএসজিতে নড়বড়ে থাকলেও সাম্প্রতিক পারফর্মেন্সে সেটা অনেকটা শক্তপোক্ত হয়েছে। এছাড়া ড্রেসিং রুমে বন্ধু লিওনেল মেসি ও সার্জিও রামোসের উপস্থিতিও তাকে মানসিকভাবে চাঙ্গা করে তুলেছে। 

ফলে দু’জনের এই ইগো ও কর্ত্বতৃ দখলের লড়াই যে কোনো সময়ে পিএসজির অন্দরমহলকে দুইভাগে ভাগ করে ফেলতে পারে। এমনিতেই পিএসজির ড্রেসিংরুমের শৃঙ্কলা নিয়ে নানা গুঞ্জন রয়েছে। তার মধ্যে নেইমার ও এমবাপের এই লড়াই ক্লাবটির জন্য অশনিসংকেতই বটে!  

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ডি মারিয়ার চোটে আর্জেন্টাইন কোচের কপালে চিন্তার ভাঁজ

ডি মারিয়ার চোটে আর্জেন্টাইন কোচের কপালে চিন্তার ভাঁজ

দাবি মেনে নিল ফিফা, বাতিল আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ

দাবি মেনে নিল ফিফা, বাতিল আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ

রিয়াল অধ্যায়ের পর কোচিং ছাড়বেন কার্লো আনচেলত্তি

রিয়াল অধ্যায়ের পর কোচিং ছাড়বেন কার্লো আনচেলত্তি

নেইমার-এমবাপে-সানচেজের গোলে পিএসজির বড় জয়

নেইমার-এমবাপে-সানচেজের গোলে পিএসজির বড় জয়