ডি মারিয়ার চোটে আর্জেন্টাইন কোচের কপালে চিন্তার ভাঁজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩২ পিএম, ১৭ আগস্ট ২০২২
ডি মারিয়ার চোটে আর্জেন্টাইন কোচের কপালে চিন্তার ভাঁজ

জুভেন্টাসের হয়ে অভিষেক ম্যাচেই পায়ের পেশির ইনজুরিতে পড়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। চোট কাটিয়ে ১০ দিনের মধ্যেই মাঠে ফিরবেন বলে জানিয়েছে জুভেন্টাস। নতুন ক্লাবে গিয়ে চোট পাওয়ায় ডি মারিয়াকে নিয়ে আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনির কপালে পড়েছে চিন্তার ভাঁজ।

ইনজুরির কাটিয়ে দ্রুতই মাঠে ফিরবেন ডি মারিয়া। তবুও কেন তার কপালে চিন্তা ভাঁজ? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মাথায়।

মূলত, পুরোনো ইনজুরির কারণে নতুন ক্লাবে মানিয়ে নিতে সমস্যা হতে পারে ডি মারিয়ার। যার প্রভাব বছরের শেষদিকে অনুষ্ঠিত হতে যাওয়া আর্জেন্টিনা দলে পড়তে পারে। সে কারণেই ডি মারিয়াকে এতো বেশি চিন্তিত কোচ লিওনেল স্ক্যালোনি।

পায়ের পেশির চোট ডি মারিয়ার জন্য নতুন কিছু নয়। এই চোটের কারণে ক্যারিয়ারের বড় একটা সময় মাঠের বাইরে কাটিয়েছেন তিনি। সেই পুরোনো চোট আবারও মাথা চাড়া দিয়ে উঠায়, বড় সময়ের জন্য মাঠের বাইরে যেতে পারেন এমন আশঙ্কা করছেন লিওনেল স্ক্যালোনি।

এদিকে সাসুওলোর বিপক্ষে ডি মারিয়ার পাওয়া চোটের পর জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো আলেগ্রি বলেন, “ওর এই চোট এক সপ্তাহ থেকেই ছিল। এরপরেও তাকে মাঠে নামানোর সিদ্ধান্তটা ভুল ছিল।”

সবকিছু ঠিকঠাক থাকলে অক্টোবরে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। ইনজুরি সমস্যা না থাকলে তাতে যে ডি মারিয়ার নাম থাকবে তা একরকম নিশ্চিত। তবে পায়ের পেশির এই ইনজুরি স্ক্যালোনির মনে তৈরি করেছে শঙ্কা।

কাতার বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছে আর্জেন্টিনা। ২০২১ সালে কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনার আন্তর্জাতিক শিরোপা খরা ঘোচাতে বড় ভূমিকা রেখেছিলেন ডি মারিয়া। 

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

দাবি মেনে নিল ফিফা, বাতিল আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ

দাবি মেনে নিল ফিফা, বাতিল আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ

বছর পেরুতেই নতুন ক্লাবে পাড়ি জমালেন সার্জিও রোমেরো

বছর পেরুতেই নতুন ক্লাবে পাড়ি জমালেন সার্জিও রোমেরো

বিচার চান ফুটবলারের ঘুষির শিকার আর্জেন্টাইন নারী রেফারি

বিচার চান ফুটবলারের ঘুষির শিকার আর্জেন্টাইন নারী রেফারি

কাতার বিশ্ববিদ্যালয়ে থাকবেন মেসিরা, দোহা হোটেলে নেইমাররা

কাতার বিশ্ববিদ্যালয়ে থাকবেন মেসিরা, দোহা হোটেলে নেইমাররা