অবশেষে দীর্ঘদিন ধরে চলা ঝামেলা মিটলো! আর্জেন্টিনা ও ব্রাজিল, দুই দলের দাবিই মেনে নিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। কাতার বিশ্বকাপের দক্ষিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে আর্জেন্টিনা ও ব্রাজিলের স্থগিত ম্যাচটি বাতিল ঘোষণা করেছে ফিফা।
মঙ্গলবার (১৬ আগস্ট) আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, ফিফার সঙ্গে ঝামেলা মিটে গেছে। স্থগিত হওয়া ম্যাচটি হচ্ছে না আর।
২০২১ সালের সেপ্টেম্বরে ব্রাজিলের সাও পাওলোতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। ম্যাচ শুরুর কিছুক্ষণের মাথায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়ের বিপক্ষে করোনা বিষয়ক তথ্য গোপন করার অভিযোগে মাঠে হানা দেয় ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য পর্যবেক্ষণ এজেন্সি।
এক পর্যায়ে রেফারি ম্যাচটি স্থগিত করেন। পরবর্তীতে দুই ফেডারেশনকেই জরিমানা করে ফিফা এবং ম্যাচটি পুনরায় খেলার নির্দেশ দেয়। কিন্তু আর্জেন্টিনা প্রথম থেকেই ম্যাচটি না খেলার দাবি জানিয়ে আসছিল।
#Institucional Comunicado de prensa
— AFA (@afa) August 16, 2022
Resolución del partido Brasil - Argentina
????https://t.co/GlIn5BBS3z pic.twitter.com/WYgqG5u0kw
ফিফার কাছে এ বিষয়ে আবেদন করলেও কানে তোলেনি। পরবর্তীতে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের শরণাপন্ন হয় আর্জেন্টিনা। চলতি বছরের আগস্ট মাসের শেষে যার রায় হওয়ার কথা ছিল।
কিন্ত তার আগেই আর্জেন্টিনা ও ব্রাজিলের সঙ্গে সমঝোতায় পৌছেছে ফিফা। যদিও কয়কেদিন আগে ব্রাজিলও এই ম্যাচটি না খেলার ঘোষণা দেওয়ার সময় এই সমঝোতার ইঙ্গিত দিয়েছিল। শেষ পর্যন্ত সেটাই হলো।
কাতার বিশ্ববিদ্যালয়ে থাকবেন মেসিরা, দোহা হোটেলে নেইমাররা
বিশ্বকাপে এই ম্যাচটির ফল কোনো প্রভাব ফেলতো না । কারণ দুই দল আগেই দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পয়েন্ট তালিকায় শীর্ষ দুই দল হয়েই বিশ্বকাপ নিশ্চিত করেছে।
কাতার বিশ্বকাপে ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। চলতি বছরের ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে বিশ্বকাপ যাত্রা শুরু করবে মেসির দল।
এদিকে ২৪ নভেম্বর দিবাগত রাতে সার্বিয়া বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা। ‘জি’ গ্রুপে ব্রাজিলের সঙ্গী বাকি দুই দল হচ্ছে, সুইজারল্যান্ড ও ক্যামেরুন।
স্পোর্টসমেইল২৪/এসকেডি