অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে (এআইএফএফ) পড়েছে তৃতীয় পক্ষের থাবা। বিষয়টি মোটেও ভালোভাবে নেয়নি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তাতেই আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ হয়েছে ভারত। তাতেই নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে ছাড়াই আয়োজন করা হবে কি-না তা নিয়ে উঠেছে প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর খুঁজতে বুধবার (১৭ আগস্ট) বৈঠকে বসবে দক্ষিণ এশিয়া ফুটবলের অভিভাবক সংস্থা।
চলতি বছরের সেপ্টেম্বরে নেপালের কাঠমণ্ডুতে আয়োজিত হওয়ার কথা রয়েছে সাফ নারী চ্যাম্পিয়নশিপের। ইতিমধ্যেই টুর্নামেন্টের সূচি ও গ্রুপিং করেছে সাফ। তবে শেষ মুহূর্তের ভারতের উপর নিষেধাজ্ঞার খাড়া আসায় টুর্নামেন্ট কিভাবে আয়োজিত হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। সেই সমস্যা সমাধানে বুধবার বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে সাফ।
প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল গণমাধ্যমকে জানিয়েছেন, আপাতত ফিফার সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে সাফ। পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, “আঞ্চলিক সংস্থাগুলো ফিফার যেকোনো সিদ্ধান্ত মানতে বাধ্য। ফিফা ভারতের উপর অনির্দিষ্টকালীন নিষেধাজ্ঞা দিয়েছে। আগামীকাল আমাদের বৈঠক আছে, সেখানে এটা নিয়ে আলোচনা হবে।”
ভারতের উপর ফিফার এই নিষেধাজ্ঞা বহাল থাকলে তাদেরকে ছাড়াই টুর্নামেন্ট আয়োজন করতে চায় সাফ। সেই বিষয়টিও জানিয়ে দিয়েছেন তিনি।
বলেন, “ভারতের উপর নিষেধাজ্ঞা বহাল থাকলে তাদেরকে ছাড়াই টুর্নামেন্ট হবে। ভারতের গ্রুপের চার দল ছিল। সেখানে তিন দল থাকবে। নতুন করে গ্রুপিং করতে হবে না। দল কমে যাওয়ায় সূচিতে পরিবর্তন আসতে পারে।”
নারীদের সাফ টুর্নামেন্টের গ্রুপ ‘এ’ তে বাংলাদেশের সাথে ছিল ভারত, পাকিস্তান ও মালদ্বীপের নাম। ‘বি’ গ্রুপে রয়েছে নেপাল, ভূটান ও শ্রীলঙ্কা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর