প্যারিস সেন্ট জার্মেইন ছেড়ে চলতি ২০২২-২৩ মৌসুমের আগেই জুভেন্টাসে যোগ দিয়েছিলেন আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। নতুন ক্লাবের হয়ে অভিষেকে পেয়েছেন গোলের দেখাও। সেই গোল পাওয়ার দিনেই আবার ইনজুরিতে পড়েছেন। এতেই তার মাঠের বাইরে ছিটকে যাওয়া নিশ্চিত হয়েছে। অন্তত ১০ দিন মাঠের বাইরে থাকবেন তিনি।
সোমবার (১৫ আগস্ট) সাসসুয়োলোর বিপক্ষে জুভেন্টাসের জার্সিতে প্রথম মাঠে নামেন ডি মারিয়া। প্রতিপক্ষকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে ডি মারিয়াও করেছেন গোল। ম্যাচ শেষে জানা যায়, উরুর পেশির চোটে পড়েছেন তিনি।
আনুষ্ঠানিক এক বিবৃতিতে তার চোটে পড়ার খবর নিশ্চিত করে জুভেন্টাস। সেখানেই জানানো হয় ১০ দিন মাঠের বাইরে থাকবেন তিনি। বিশ্রাম শেষে জানান যাবে তার ইনজুরির পরিস্থিতি।
রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজি হয়ে জুভেন্টাসে নাম লিখিয়েছেন ডি মারিয়া। জুভেন্টাসে আসার আগে পিএসজিতে কাটিয়েছিলেন সাত বছর।
জুভেন্টাসের হয়ে প্রথম ম্যাচে নেমে ইনজুরিতে পড়া ডি মারিয়ার চোট নিয়ে খুব বেশি চিন্তিত নন কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি। তিনি বলেন, “আমি চিন্তিত নই। আগামীকাল পরীক্ষায় কী আসে দেখা যাক। দুুর্ভাগ্যবশত, ফুটবলে এমনটা ঘটে। ঊরুর এই সমস্যা তার এক সপ্তাহ আগেও ছিল। যখন আমরা ৩-০ তে এগিয়ে গিয়েছিলাম, আমার তাকে উঠিয়ে নেওয়া উচিত ছিল। কিন্তু সে মাঠে নিজেকে ভালোভাবে মেলে ধরছিল…”
সোমবার (২২ আগস্ট) সাম্পদোরিয়ার বিপক্ষে লড়াইয়ে নামবে জুভেন্টাস। পরের ম্যাচে রোমার মুখোমুখি হবে তুরিনের ওল্ড লেডিরা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর