ঢুসকাণ্ড থেকে শিক্ষা নিবেন নুনেজ, আশা ক্লপের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৬ পিএম, ১৬ আগস্ট ২০২২
ঢুসকাণ্ড থেকে শিক্ষা নিবেন নুনেজ, আশা ক্লপের

ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নেমেছিল লিভারপুল। স্বাগতিকদের হয়ে ঘরের মাঠে অভিষেক ম্যাচে নামা ডারউইন নুনেজ দিনটাকে নিশ্চিতভাবেই ভুলে যেতে চাবেন। গোল করার পরিবর্তে প্রতিপক্ষ ফুটবলার জোয়াকিম অ্যান্ডারসনকে ‘ঢুস’ মেরে লাল কার্ড দেখে মাঠে ছাড়েন। এই ঘটনা থেকে নিজেকে শান্ত রাখার শিক্ষা নিবেন বলে বিশ্বাস অলরেড কোচ ইয়ুর্গেন ক্লপের।

সোমবার (১৫ আগস্ট) ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচের ৫৬তম মিনিটে জিদানের ফুটবল মাঠে ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের স্মৃতি ফিরিয়ে আনেন নুনেজ। প্রতিপক্ষ ফুটবলার জোয়াকিম অ্যান্ডারসনকে হঠাৎই ঢুস মেরে বসেন এই ফুটবলার। 

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থাকা লিভারপুল গোল পেতে ছিল মরিয়া। এমন সময় তার এই কাণ্ডে বেশ হতবাক হয় অলরেড সমর্থকরা। পরে অবশ্য কলম্বিয়ান তারকা লুইস দিয়াজের গোলে ড্র করে মাঠ ছাড়ে লিভারপুল।

লিভারপুলের দ্বিতীয় ফুটবলার হিসেবে অ্যানফিল্ডে অভিষেক ম্যাচে লাল কার্ড দেখার রেকর্ডও করেন ডারউইন নুনেজ। এর আগে ২০১০ সালে জো কোল আর্সেনালের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখেন।

ডারউইন নুনেজের এই ঘটনায় ক্ষুব্ধ হলেও শিক্ষা নিবেন বলে বিশ্বাস কোচ ইয়ুর্গেন ক্লপের। বলেন, “আমরা এই প্রতিক্রিয়া দেখতে চাইনি। সে ভালো করছিল, তবে এটা উচিত হয়নি।”

নুনেজের এই ঘটনার পর সাথে তার সাথে কথা বলেননি কোচ ক্লপ। বলেন, “আজকে কথা বলবো না। শান্ত হলে কালকে ওর সাথে এই বিষয়ে কথা হবে। আশা করি, ও বিষয়টা বুঝতে পারবে।”

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লাল কার্ড দেখায় ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে নামতে পারবেন না ডারউইন নুনেজ। নিষেধাজ্ঞার এই সময়টাই তাকে শক্তিশালি করবে বলে বিশ্বাস করেন ক্লপ।

বলেন, “আমরা এই নিষেধাজ্ঞার সময়টাতে ওকে শক্তিশালি করতে কাজ করবো। আশা করি এখান থেকে ও শিক্ষা নিবে।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষেও জিততে পারলো না লিভারপুল

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষেও জিততে পারলো না লিভারপুল

হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠের বাইরে লিভারপুলের থিয়াগো

হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠের বাইরে লিভারপুলের থিয়াগো

আরও পাঁচ বছর লিভারপুলে থাকবেন জটা

আরও পাঁচ বছর লিভারপুলে থাকবেন জটা

গোল না করলেও নুনেসের পারফর্মেন্স ছিল দুর্দান্ত: ক্লপ

গোল না করলেও নুনেসের পারফর্মেন্স ছিল দুর্দান্ত: ক্লপ