ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও হোঁচট খেল লিভারপুল। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-১ গোলে ড্র করে টানা দুই ম্যাচে জয়বঞ্চিত অলরেডরা। টানা ১০ জয়ের পর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে প্রিমিয়ার লিগে পয়েন্ট হারাল লিভারপুল।
সোমবার (১৫ আগস্ট) প্রিমিয়ার লিগের ২০২২-২৩ মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হয়েছিল লিভারপুল। প্রথম ম্যাচে ড্র করার পর এই ম্যাচে জয় পেতে মরিয়া ছিল সালাহ-নুনেসরা।
ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে সফরকারীদের উপর চেপে বসে লিভারপুল। ম্যাচের দ্বিতীয় মিনিটে প্যালেসের বক্সে ফাঁকা বল পেলেও নুনেস বাইরে মারলে হতাশ হয় লিভারপুল শিবির।
দশম মিনিটে জোড়া সুযোগ পায় অলরেডরা। প্রথম দফায় হার্ভে এলিয়টের শট ফিরিয়ে দেন প্যালেসের এক ডিফেন্ডার। এরপর নুনেসের ভলিও লক্ষ্যভেদ করতে পারেনি।
ভারতীয় ফুটবলকে নিষিদ্ধ করলো ফিফা
ম্যাচের প্রথম থেকে একের পর এক আক্রমণ করা লিভারপুল খেলার বিপরীতে আচমকাই ৩২তম মিনিটে গোল হজম করে বসে! মাঝমাঠ থেকে পাওয়া বল ধরে অফসাইডের ফাঁদ ভেঙে ক্রিস্টাল প্যালেসকে এগিয়ে দেন উইলফ্রেদ জাহা।
প্রথমার্ধের যোগ করা সময়েই ম্যাচে ফিরতে পারতো লিভারপুল। কিন্তু ভাগ্য সহায় না থাকায় দারউইন নুনেসের শট প্যালেসের গোলপোস্টে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় লিভারপুল।
The points are shared at Anfield ????#LIVCRY pic.twitter.com/kth29YHuwi
— Premier League (@premierleague) August 15, 2022
বিরতি থেকে ফিরেও আক্রমণের ধার বজায় রাখে স্বাগতিকরা, কিন্তু কিছুতেই গোলের দেখা পাচ্ছি না। এর মধ্যে আবার মেজাজ হারিয়ে প্রতিপক্ষের মুখে মাথা দিয়ে আঘাত করার লাল কার্ড দেখেন নুনেজ। ফলে ১০ জনের দলে পরিণত হয় তারা।
তবে তার চার মিনিট পরেই সমতায় ফেরে অলরেডরা। ৬০তম মিনিটে প্যালেসের ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের দুর্দান্ত শটে বল লক্ষ্যভেদ অরেন লিভারপুলের কলম্বিয়ার ফরোয়ার্ড দিয়াস।
ম্যাচের বাকি সময়ে একাধিক সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি লিভারপুল। শেষ পর্যন্ত টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হয় তাদের।
আর এতে করে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে দশেও নেই লিভারপুল, দুই পয়েন্ট নিয়ে আছে ১২ নম্বরে। শতভাগ জয় নিয়ে শীর্ষে আর্সেনাল ও বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
স্পোর্টসমেইল২৪/এসকেডি