রেফারির উপর ক্ষোভ ঝেড়ে শাস্তির শঙ্কায় টুখেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৯ পিএম, ১৫ আগস্ট ২০২২
রেফারির উপর ক্ষোভ ঝেড়ে শাস্তির শঙ্কায় টুখেল

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি-টটেনহ্যাম ম্যাচে দুই দলের কোচ অ্যান্তেনিও কন্তে ও টমাস টুখেলের মধ্যে হয়েছিল হাতাহাতি। সেই ঘটনায় দুই জনকেই লাল কার্ড দেখিয়েছেন ম্যাচ রেফারি। ম্যাচ শেষে রেফারির সমালোচনা করেন চেলসি কোচ টমাস টুখেল। এই কারণেই নতুন করে আবারও নিষেধাজ্ঞার শঙ্কায় পড়েছেন জার্মান।

চেলসির মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন অ্যান্থনি টেলর। এরপর থেকেই চেলসি সমর্থকরা ছিলেন বেশ চিন্তিত। কারণ, এর আগেও বেশ কয়েকবার চেলসির ম্যাচে রেফারিং করে দিয়েছিলেন পক্ষপাতিত্বমূলক সিদ্ধান্ত।

চেলসি সমর্থকদের এই ভাবনা সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন টমাস টুখেল। এই মন্তব্যের পর তার বিরুদ্ধে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। সেখানে তার বক্তব্যের সত্যতা প্রমাণিত হলে খেলার পরিবেশ নষ্টের অভিযোগ উঠবে তার বিরুদ্ধে।

ম্যাচ শেষে টুখেল বলেন, “আমি আপনাদের নিশ্চিত করতে পারি পুরো ড্রেসিংরুম এবং সবাই এটাই মনে করে। খেলোয়াড়েরা মাঠে থাকে, কী ঘটে তারা জানে। আবারও ঠিক ঘটল এবং তারা এটা জানত।’ টেলরকে চেলসির ম্যাচ পরিচালনা করা থেকে তুলে নেওয়া উচিত কি না, সে প্রসঙ্গে টুখেলের ভাষ্য, ‘এটাই ভালো হয়।’”

মূলত এই বক্তব্যের পর এফএ টুখেলের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। ইংলিশ বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে, তদন্ত প্রমাণিত হলে টুখেলকে আর্থিক পাউন্ড জরিমানা করা হবে। এর আগে অবশ্য লাল কার্ড দেখে ডাগ আউট থেকে ছিটকে গিয়েছেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

মাঠে ড্র, ডাগআউটে লাল কার্ড দেখলেন চেলসি ও টটেনহ্যামের কোচ

মাঠে ড্র, ডাগআউটে লাল কার্ড দেখলেন চেলসি ও টটেনহ্যামের কোচ

টটেনহ্যাম ম্যাচের আগে রেফারি নিয়ে ক্ষুব্ধ চেলসি সমর্থকরা

টটেনহ্যাম ম্যাচের আগে রেফারি নিয়ে ক্ষুব্ধ চেলসি সমর্থকরা

পুরোনো ঠিকানা লাইপজিগে ফিরছেন ওয়ার্নার

পুরোনো ঠিকানা লাইপজিগে ফিরছেন ওয়ার্নার

বার্সায় চলে যাবেন আলানসো, তাই মাঠে নামাননি চেলসি কোচ

বার্সায় চলে যাবেন আলানসো, তাই মাঠে নামাননি চেলসি কোচ