ব্রেন্টফোর্ডের মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পরের দিনই ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলনে নেমেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রস্তুতি শুরু করেছে লিভারপুলের বিপক্ষে মাঠে নামার জন্য। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার কাজ শুরু করেছে এরিক টেন হাগের শিষ্যরা।
ইউনাইটেডের ইংলিশ প্রিমিয়ার লিগ মিশন শুরু হয়েছিল ব্রাইটনের বিপক্ষে হার দিয়ে। দ্বিতীয় ম্যাচেও বজায় ছিল সেই ধারাবাহিকতা। উল্টো ব্রেন্টফোর্ডের বিপক্ষে লজ্জার হার উপহার দিয়েছে রেড ডেভিলরা।
টানা দুই হারের পর লিভারপুলের বিপক্ষে মাঠে নামতে হবে ক্লাবটিকে। তাই রোববারের (১৪ আগস্ট) পূর্ব নির্ধারিত ছুটি বাতিল করে অনুশীলনে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এমনকি পুরো সপ্তাহে কোনো ছুটিই পাচ্ছেন না ফুটবলাররা।
চলতি বছরের ২২ আগস্ট লিভারপুলকে ঘরের মাঠে আতিথ্য দিবে ম্যানচেস্টার ইউনাইটেড। লিভারপুলের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামার জন্যই আগে ভাগেই অনুশীলন শুরু করেছে ক্লাবটি।
অনেক ঢাক ঢোল পিটিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়া এরিক টেন হাগের অধীনে ক্লাবটি সর্বশেষ ৩০ বছরে লিগের তলানিতে নেমেছে। তাই দলকে নিয়ে অনুশীলনে বাড়তি মনোযোগী হতে উঠে পড়ে লেগেছেন এই ডাচ।
ব্রেন্টফোর্ডের বিপক্ষে হারের পর দলের হারের জন্য ফুটবলারদেরকেই দায়ী করেছিলেন কোচ টেন হাগ। এবার ছুটি বাতিল করে দল নিয়ে নেমেছেন অনুশীলনে। দল ঘুরে দাঁড়াতে পারবে কি-না সেটাই এখন দেখার অপেক্ষা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর