বার্সেলোনার উপর প্রত্যাশা বেড়েছে: জাভি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০০ পিএম, ১৪ আগস্ট ২০২২
বার্সেলোনার উপর প্রত্যাশা বেড়েছে: জাভি

লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে রায়ো ভায়োকানোর বিপক্ষে ড্র করেছে বার্সেলোনা। এই ম্যাচ দিয়েই কাতালানদের জার্সিতে লিগে নিজের অভিষেক ম্যাচ খেলেছেন রবার্ট লেভানডোভস্কি। সমর্থকদের প্রত্যাশা পূরণেও হয়েছেন ব্যর্থ। রায়ো ভায়োকানোর বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর কোচ জাভি হার্নান্দেজ জানিয়েছেন, বার্সেলোনার উপর সমর্থকদের প্রত্যাশা বেড়েছে।

২০২২-২৩ মৌসুমের আগে বার্সেলোনা দলে ভিড়িয়েছে অনেক বড় তারকাদের। সেই কারণেই মূলত ক্লাবটির উপর প্রত্যাশার চাপ বেড়েছে বলে মত জাভির। প্রথম ম্যাচে সেই ক্লাব সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ বলেও স্বীকার করে নেন।

বলেন, “আমরা অনেক প্রত্যাশা তৈরি করেছি। সমর্থকদের আশাহত হওয়ার বিষয়টাও বুঝতে পারছি। আমরা নিজেদের উন্নতিতে কাজ করবো। আশা করি, সমর্থকদের আস্থার প্রতিদানও দিতে পারবো।”

রায়ো ভায়োকানোর বিপক্ষে ড্র করে কোনো অজুহাত খুঁজতে নারাজ এই স্প্যানিয়ার্ড। বলেন, “হতাশাজনক। আমাদের ভালো সুযোগ তৈরি করে তা কাজে লাগাতে হবে। প্রত্যাশামাফিক ভালো করতে পারি নাই।”

আরও বলেন, “রায়ো (ভায়োকানো) দারুণ ফুটবল খেলেছে। আমরা ওদের সাথে পেরে উঠি নাই। লজ্জাজনক, আমরা সমর্থকদের কাছে নিজেদের প্রমাণ করতে পারি নাই।”

লা লিগায় বার্সেলোনার মৌসুমের প্রথম ম্যাচে সাইড বেঞ্চে কাটিয়েছিলেন ফ্র্যাঙ্কি ডি ইয়ং। এমনিতেই তার থাকা না থাকা নিয়ে রয়েছে নানা গুঞ্জন। এই অবস্থায় তাকে সাইড বেঞ্চে রেখে আরও বেশি আলোচনা তৈরি করেছেন তিনি।

ম্যাচ শেষে বলেন, “সে আমাদের ব্যাকআপ ফুটবলার না। আমি আগেই বলেছি, সে আমাদের গুরুত্বপূর্ণ ফুটবলার। যদি আমাদের সাথে থাকে, তাহলে মূল পরিকল্পনাতেই থাকবে।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

স্বস্তি ফিরলো ন্যূ ক্যাম্পে, নিবন্ধন সম্পন্ন লেভানডোভস্কিদের

স্বস্তি ফিরলো ন্যূ ক্যাম্পে, নিবন্ধন সম্পন্ন লেভানডোভস্কিদের

সিটিতে সুখী হলেও ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তহীনতায় সিলভা

সিটিতে সুখী হলেও ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তহীনতায় সিলভা

‘সিলভা আসলে বার্সেলোনা ছাড়বেন গাভি’

‘সিলভা আসলে বার্সেলোনা ছাড়বেন গাভি’

বার্সায় চলে যাবেন আলানসো, তাই মাঠে নামাননি চেলসি কোচ

বার্সায় চলে যাবেন আলানসো, তাই মাঠে নামাননি চেলসি কোচ