লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতিয়ে রিয়াল মাদ্রিদকে নিয়ে নতুন মৌসুম শুরু করেছেন কার্লো আনচেলত্তি। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৪ সাল পর্যন্ত দলটির দায়িত্ব পালন করবেন। এটাই হবে তার কোচিং ক্যারিয়ারের শেষ ক্লাব। লা লিগায় রিয়াল মাঠে নামার আগের দিন এই ঘোষণা দিয়েছেন তিনি।
১৯৯২ সালে ইতালি জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব নিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন কার্লো আনচেলত্তি। পরে জুভেন্টাস, এসি মিলান, চেলসি, প্যারিস সেন্ট জার্মেইনের মতো ক্লাব দায়িত্ব সামলিয়েছেন তিনি।
ইউরোপিয়ান ফুটবলে বড় বড় ফুটবল ক্লাবকে সামলানো আনচেলত্তি এবার সিদ্ধান্ত নিয়েছেন কোচিং ছেড়ে দেওয়ার। ৬৩ বছর বয়সী এই কোচ রিয়াল মাদ্রিদকে নিয়ে লা লিগার লড়াইয়ে নামার আগে বিদায়ের বিষয়টি জানিয়েছেন আনচেলত্তি।
জানিয়েছেন, “যেদিন রিয়াল অধ্যায় শেষ হবে ওইদিনই হবে ডাগ আউটে আমার শেষ দিন। এরপরে আর কোথাও কোচিং করাতে চাই না।”
ইউরোপিয়ান ফুটবলে একমাত্র কোচ হিসেবে শীর্ষ পাঁচ লিগে শিরোপা জিতেছেন আনচেলত্তি। চারটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতে এই টুর্নামেন্টে তিনিই সবচেয়ে সফল কোচ। এসি মিলান ও রিয়াল মাদ্রিদের হয়ে দুইটি করে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন তিনি।
নিজের ক্যারিয়ার নিয়ে বলেন, “সময় অনেক পরিবর্তিত হয়েছে। কিছুদিন আগেও টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল পরিবর্তন হয়েছে। আমি অনেক ভালোবাসা পেয়েছি, এখন নতুন অনেকেই এসেছে, তাদের এখন কাজ করার সময়।”
স্পোর্টসমেইল২৪/পিপিআর