ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে হারলো ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম ম্যাচে ব্রাইটনের বিপক্ষে ২-১ গোলে হারা রেড ডেভিলরা ব্রেন্টফোর্ডের কাছে হেরেছে ৪-০ ব্যবধানে। এই ম্যাচে ব্রেন্টফোর্ড সমর্থকদের কাছে বারবারই দুয়ো শুনেছেন ইউনাইটেডের ড্যানিশ মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন।
শনিবার (১৩ আগস্ট) রাতে ব্রেন্টফোর্ডের মাঠে প্রথমার্ধেই ৪-০ গোলে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এই রেকর্ডের সম্মুখীন হয়েছে ক্লাবটি।
সর্বশেষ মৌসুমে ব্রেন্টফোর্ডের জার্সিতে খেলা এরিকসেনের নতুন ঠিকানা ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষের জার্সিতে ব্রেন্টফোর্ডের মাঠে নামার সাথে সাথে নিয়মিতই ‘দুয়ো’র শিকার হয়েছেন এরিকসেন।
২০২১ ইউরোতে ডেনমার্কের প্রথম ম্যাচে হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠ ছাড়েন এরিকসেন। অনেকেই ওই সময় তার ফুটবল ক্যারিয়ারের শেষে ফুল স্টপ বসিয়ে দিয়েছিলেন। মানসিক দৃঢ়তায় শেষ পর্যন্ত মাঠে ফেরেন এই মিডফিল্ডার।
তাকে পেশাদার ফুটবলে ফেরার সুযোগ করে দিয়েছিল ব্রেন্টফোর্ড। ছয় মাসের চুক্তিতে ক্লাবটিতে যোগ দিয়েছিলেন। ২০২১-২২ মৌসুমের দ্বিতীয়াংশে ক্লাবটির হয়ে খেলেছিলেন ১১ ম্যাচ। এই সময়ে তার পা থেকে এসেছিল ১ গোল ও চার অ্যাসিস্ট।
চুক্তির মেয়াদ শেষ হলে নতুন ক্লাব হিসেবে ইউনাইটেডকে বেছে নেন। মৌসুমের শুরু থেকেই খেলছেন দলটির জার্সিতে। ব্রেন্টফোর্ডের মাঠে নামার পরই পরই কমিউনিটি স্টেডিয়ামে জুড়ে ধ্বনিত হয় ‘এরিক সান’ ধনি। পাশাপাশি ক্লাবের প্রতি কোনো ভালোবাসা নেই জানিয়ে একের পর এক দুয়ো দিতে থাকে দলটির সমর্থকরা।
ইংলিশ প্রিমিয়ার লিগে এর আগে টটেনহ্যামের জার্সিতে খেলেছিলেন ক্রিস্টিয়ান এরিকসেন। ইংলিশ লিগে ম্যানচেস্টার ইউনাইটেড তার তৃতীয় ক্লাব। মাঝের সময়টাতে খেলেছিলেন ব্রেন্টফোর্ডে। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে দুই ম্যাচ খেলে ফেললেও এখনো কোনো গোল কিংবা অ্যাসিস্টের দেখা পাননি তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর