২০২২-২৩ মৌসুমের জন্য স্কোয়াড ছোট করতে চায় ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এছাড়া অর্থনৈতিক দিক বিবেচনা করেও কিছু খেলোয়াড়কে যত দ্রুত সম্ভব বিক্রি করতে চায় তারা। সেজন্য একটি তালিকাও তৈরি করেছে ফরাসি ক্লাবটি।
যে তালিকার অন্যতম নাম আর্জেন্টাইন ফুটবলার মাউরো ইকার্দি। তবে ইকার্দির পিএসজি ছাড়ার কোনো আগ্রহই নেই। শেষ পর্যন্ত যেতে না চাইলে ইকার্দি সহ তালিকায় থাকা প্রত্যেক ফুটবলারকে ফ্রান্সের পঞ্চম স্তরের লিগে পাঠানোর প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছে পিএসজি।
প্রাক মৌসুম শুরুর আগে পিএসজির নতুন বস ক্রিস্টোফার গ্যাল্টিয়ের ইকার্দিকে তার পরিকল্পনায় বিবেচনা করার কথা বলেছিলেন। তবে মৌসুম শুরুর পর বলছেন ইকার্দিকে তার প্রয়োজন নেই।
এমনকি ২০২২-২৩ মৌসুমের জন্য স্কোয়াডেও রাখবেন না তাকে। তাই পিএসজিতে বসে থাকার চেয়ে নতুন ঠিকানা খুঁজে নেওয়ার ভালো, এটা ইকার্দিকে জানিয়েও দিয়েছেন গ্যাল্টিয়ের।
দলবদলে ‘অপ্রয়োজনীয়’ ১১ জনকে বিক্রি করবে পিএসজি!
চলতি বছরের আগস্টের শেষদিকে বন্ধ হবে চলমান গ্রীষ্মকালীন দলবদল। তার আগে পরিকল্পনার বাইরে থাকা খেলোয়াড়দের বিক্রি করার জন্য উঠেপড়ে লেগেছে পিএসজি, ক্রমাগত তাদের উপর চাপ দিয়ে যাচ্ছে ক্লাব ছেড়ে যাওয়ার জন্য।
কিন্তু এরপরও কাজ না হওয়ায় পঞ্চম স্তরে পাঠানোর হুমকি দিয়েছে পিএসজি। যাতে করে তারা পিএসজির ঢেরা ছেড়ে চলে যায়।
এমনকি পিএসজির মূল দলের সঙ্গে অনুশীলনও করতে দেওয়া হচ্ছে না ওই খেলোয়াড়দের। তবে অনুশীলন বাদে বাকি সবকিছু এখনো একসাথেই চলছে।
ফরাসি গণমাধ্যমের খবর অনুযায়ী গ্রীষ্মকালীন দলবদলের সময় শেষ হওয়ার আগে যদি তারা ক্লাব ছেড়ে না যায়, তাহলে সেপ্টেম্বরে তাদের জন্য ভয়াবহ দুঃসময় অপেক্ষা করছে।
পিএসজির তালিকায় ‘অপ্রয়োজনীয়’ ১১ খেলোয়াড় যাদের আগস্টের মধ্যেই বিক্রি করতে চায় তারা: জর্জো ভাইনালডাম, আন্দের এরেরা, ইদ্রিসা গায়ে, লেভিন কুরজাওয়া, আবদু দিয়ালো, লিয়ান্দ্রো পারেদেস, দানিলো পেরেইরা, জুনিয়র দিনা এবিম্বে, ইউলিয়ান ড্রাক্সলার, মাউরো ইকার্দি ও থিলো খের।
স্পোর্টসমেইল২৪/এসকেডি