কাতার বিশ্বকাপ একদিন এগিয়ে আনলো ফিফা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৫ পিএম, ১২ আগস্ট ২০২২
কাতার বিশ্বকাপ একদিন এগিয়ে আনলো ফিফা

২০০৬ বিশ্বকাপ থেকে স্বাগতিক দেশ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে এই অলিখিত নিয়ম চালু করেছিল ফিফা। ২০২২ কাতার বিশ্বকাপে এসে ছেদ ঘটতে পারতো এই নিয়মের। বিশ্বকাপ শুরুর তারিখ একদিন এগিয়ে এনেছে ফিফা।

পূর্ব সূচি অনুযায়ী চলতি বছরের ২১ নভেম্বর থেকে ফিফা বিশ্বকাপ শুরুর কথা ছিল। শুরুর ম্যাচে সেনেগাল ও নেদারল্যান্ডসের মুখোমুখি হওয়ার কথা ছিল। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হওয়ার কথা ছিল স্বাগতিক কাতারের।

এতেই হেরফের হতো ফিফার অলিখিত নিয়মের। সেই নিয়ম ধরে রাখতে কাতার বিশ্বকাপ এগিয়ে আনার সিদ্ধান্ত নেয় ফিফা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০ নভেম্বর শুরু হবে বিশ্বকাপ। 

প্রথমদিন অনুষ্ঠিত হবে কাতার ও ইকুয়েডরের মধ্যকার ম্যাচ। ২২ নভেম্বর থেকে অপরিবর্তিত সূচি অনুযায়ী মাঠে গড়াবে বিশ্বকাপ। কাতার ও ইকুয়েডরের ম্যাচ একদিন এগিয়ে আনায় ২১ নভেম্বরের ম্যাচগুলোর সময়ে কিছুটা পরিবর্তন এনেছে ফিফা। 

ফিফার শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সম্মতি ও মহাদেশীয় ফুটবল সংস্থার সভাপতির সাথে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান ফিফা বস জিয়ান্নি ইনফান্তিনো। ফিফার বিবৃতিতে তিনি বলেন, “এই পরিবর্তনের মধ্য দিয়ে ফিফা বিশ্বকাপের উদ্বোধনী দিনে আয়োজক দেশ কিংবা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের খেলার যে ঐতিহ্য তা বজায় থাকলো। ২০ নভেম্বর রোববার আয়োজক কাতার ও ইকুয়েডরের মধ্যকার একমাত্র ম্যাচটি অনুষ্ঠিত হবে।”

বিশ্বকাপ একদিন এগিয়ে আসায় ইকুয়েডরের সমর্থকদের একদিন আগেই কাতারে পৌঁছাতে হবে। বিশ্বকাপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো জানিয়েছে বিশ্বকাপ একদিন আগে শুরু হলেও তাদের জন্য কোনো সমস্যা হবে না। তারা বিষয়টির সাথে দ্রুতই মানিয়ে নিতে পারবেন।

বিশ্বকাপের সূচি একদিন এগিয়ে আসায় ক্ষণগনণাতেও এসেছে পরিবর্তন। শুক্রবার (১২ আগস্ট) থেকে আর ১০০দিনের ক্ষণগনণা শুরু হয়েছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

কাতার বিশ্বকাপ বয়কটের ঘোষণা ফিলিপ লামের

কাতার বিশ্বকাপ বয়কটের ঘোষণা ফিলিপ লামের

নেইমার মনোযোগী হলে বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল: রোনালদো

নেইমার মনোযোগী হলে বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল: রোনালদো

কেনা টিকিট ফেরত দেওয়ার সুযোগ দিচ্ছে ফিফা

কেনা টিকিট ফেরত দেওয়ার সুযোগ দিচ্ছে ফিফা

কাতার বিশ্বকাপের ‘বিশেষ’ পাঁচ তথ্য

কাতার বিশ্বকাপের ‘বিশেষ’ পাঁচ তথ্য