চলতি বিশ্বকাপ ফুটবলে প্রথম ৩৬ ম্যাচ পর্যন্ত প্রতিটিতেই গোল হয়েছে। যা বিশ্বকাপ ইতিহাসে শুরুর পর টানা ৩৬ ম্যাচ অন্তত একটি গোল হওয়ার নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
এর আগে এ রেকর্ড ছিল ৩২ ম্যাচের। ১৯৯৮ সালের বিশ্বকাপে টানা ৩২ ম্যাচে অন্তত একটি গোল হয়েছিল। তবে গতকাল মস্কোতে ‘সি’ গ্রুপে ডেনমার্ক ও ফ্রান্সের মধ্যকার ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে। এটিই ছিল এবারের বিশ্বকাপে গোল শূন্য শেষ হওয়া প্রথম ম্যাচ।
গত ১৪ জুন (বৃহস্পতিবার) রাত ৯টায় স্বাগতিক রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে রাশিয়া ফুটবল বিশ্বকাপ। ইতোমধ্যে প্রায় গ্রুপ পর্বের খেলা শেষের দিকে।
একাধিত দল তাদের শেষ ষোলোতে খেলা নিশ্চিত করেছে। আমাগী ১৫ জুলাই (রোববার) রাত ৯টা মস্কোতে ফাইনাল ম্যাচের মাধ্যমে পর্দা নামবে এবারের ফুটবল বিশ্বকাপের।