ম্যানচেস্টার সিটির পর্তুগিজ মিডফিল্ডার বার্নাডো সিলভাকে দলে ভেড়াতে চায় স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। সিটির কাছে সিলভার জন্য প্রস্তাবও পাঠিয়েছে তারা এবং সিটি সেটা নাকোচ করে দিয়েছে, এসবই পুরোনো খবর। তবে এসব বিষয়ে এতদিন মুখে কুলুপ এটেছিলেন সিলভা।
অবশেষে মুখ খুলেছেন এই সিটিজেন মিডফিল্ডার। বলেছেন, ম্যানচেস্টার সিটিতে তিনি সুখে আছেন, কিন্তু ভবিষ্যতে অন্য ক্লাবে যাবেন কিনা সেটা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তার কোনো ধারণাই নেই নিকটতম ভবিষ্যতে কি ঘটবে।
সিলভা বলেন, “আমি সবসময় বলেছি, এখানে (সিটিতে) সুখী আছি। কিন্তু আমার কোনো ধারণা নেই ভবিষ্যতে কি ঘটতে চলেছে। দেখা যাক!”
সিটির সঙ্গে তার যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে বলে জানান সিলভা। তিনি কি চান, সেটাও ক্লাব ভালোভাবেই জানে। যদি থাকেন নিজের সেরাটা দিবেন, আর যদি চলে যান তাতেও খুব একটা অসুবিধা হবে বলে মনে হলো না সিলভার মন্তব্যে।
বেনজেমার রাতে ফ্রাঙ্কফুর্টকে হারিয়ে সুপার কাপ জিতলো রিয়াল
“আমার সঙ্গে ক্লাবের (সিটির) সম্পর্কটা খুব সৎ। আমি তাদের সঙ্গে খোলামেলাই কথা বলি এবং তারা জানে আমি কি চাই। যদি আমি থাকি, আমি সবসময় শ্রদ্ধা করবো এবং আমার সর্বোচ্চ দিব। যদি না হয় (চলে যান) ,এটা শুদুই ফুটবল এবং আমরা দেখি কি হয় (ভবিষ্যতে)” যোগ করেন সিলভা।
কোনো খেলোয়াড় সুখে না থাকলে তাকে যেতে দিতে কোনো বাধা সৃষ্টি করে সিটি বলে জানান সিলভা। এর আগে পেপ গার্দিওয়ালা বলেছিলেন, সিলভাকে ধরে রাখতে চান। তবে তার সঙ্গে এটাও যোগ করে দিয়েছিলেন যদি সিলভা চলে যেতে চায় তাহলে বাধা দিবেন না।
এদিকে বার্সেলোনা যেভাবেই হোক সিলভাকে দলে ভেড়াতে চায়। ইতিমধ্যে দেলে ভেড়ানো খেলোয়াড়দের নিবন্ধন সম্পন্ন করার পরই সিলভাকে দলে ভেড়ানোর জন্য আনুষ্ঠানিকভাবে মাঠে নামবে তারা, কয়েকদিন আগে এমনটাই জানিয়েছিলেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা।
স্পোর্টসমেইল২৪/এসকেডি