ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি ম্যানসিটির বেঞ্জামিন মেন্ডি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ১০ আগস্ট ২০২২
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি ম্যানসিটির বেঞ্জামিন মেন্ডি

২০২১ সালের আগস্টে বেঞ্জামিন মেন্ডির বিপক্ষে ধর্ষণের অভিযোগ উঠেছিল। এরপরেই তাকে ক্লাবে নিষিদ্ধ করে ম্যানচেস্টার সিটি। অভিযোগ উঠার এক বছর পর বুধবার (১০ আগস্ট) তার বিরুদ্ধে ইংল্যান্ডের আদালতে বিচার কার্যক্রম শুরু হয়েছে।

২০১২ থেকে ২০২১ সালের আগস্ট পর্যন্ত বেঞ্জামিন মেন্ডির বিপক্ষে ধর্ষণের নয়টি অভিযোগ উঠেছে। দীর্ঘদিন বিষয়টি নিয়ে কোনো কথা না হলেও ২০২১ সালের আগস্টে উঠেছিল এই অভিযোগগুলো।

সেই অভিযোগগুলোর মধ্যে ইতিমধ্যেই সাতটির অভিযোগ অস্বীকার করেছেন মেন্ডি। এছাড়াও বাকি দুইটির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি এই ফরাসি ফুটবলার।

অভিযোগ অস্বীকার করার পর আইনজীবীকে সাথে নিয়ে বুধবার ইংল্যান্ডের স্থানীয় আদালতে আসেন বেঞ্জামিন মেন্ডি। সেখানে সংবাদকর্মীদের সাথে কথা না বলেননি। বেঞ্জামিন মেন্ডির বদলি হিসেবে কথা বলেন তার দোভাষী।

২০১৭ সালে ফরাসি ক্লাব মোনাকো থেকে ৫২ মিলিয়ন ইউরোর বিনিময়ে ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমান বেঞ্জামিন মেন্ডি। ২০২১ সালের আগস্টে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠলে তাকে নিষিদ্ধ করে ক্লাবটি। এমনকি দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরেও আছেন তিনি।

ফ্রান্স দলের হয়ে ১০ ম্যাচ খেলা মেন্ডি ছিলেন বিশ্বকাপজয়ী স্কোয়াডের সদস্য। বিশ্বকাপজয়ের পর দেশটির জার্সিতে মাত্র ৪০ মিনিট খেলার সুযোগ পেয়েছিলেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রিমিয়ার লিগ অভিষেকে ছেলের পারফর্মেন্সে খুশি হল্যান্ডের বাবা

প্রিমিয়ার লিগ অভিষেকে ছেলের পারফর্মেন্সে খুশি হল্যান্ডের বাবা

হল্যান্ডের গোল সংখ্যা নিয়ে গার্দিওয়ালার মাথাব্যথা নেই

হল্যান্ডের গোল সংখ্যা নিয়ে গার্দিওয়ালার মাথাব্যথা নেই

প্রিমিয়ার লিগে গালি খাওয়ার শীর্ষে রোনালদো!

প্রিমিয়ার লিগে গালি খাওয়ার শীর্ষে রোনালদো!

গোল না করলেও নুনেসের পারফর্মেন্স ছিল দুর্দান্ত: ক্লপ

গোল না করলেও নুনেসের পারফর্মেন্স ছিল দুর্দান্ত: ক্লপ