অতিরিক্ত গরমের মধ্যে বছরের কোন সময়ে বিশ্বকাপ আয়োজন করা হবে তা নিয়ে শুরু থেকেই ছিল নানা প্রশ্ন। বিভিন্ন প্রশ্ন থাকলেও শেষ পর্যন্ত নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সময়ে বিশ্বকাপ আয়োজিত হলেও সূচিতে আসতে পারে সামান্য পরিবর্তন। এমন গুঞ্জনের কথাই শোনাচ্ছে ল্যাতিন আমেরিকার বিভিন্ন সংবাদ মাধ্যম।
২০২২ কাতার বিশ্বকাপ শুরুর খুব বেশি সময় বাকি নেই। তিন মাস পরেই আয়োজিত হবে এবারের ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বিশ্বকাপ। এমন সময়ই গুঞ্জন উঠেছে বিশ্বকাপের সূচিতে আসতে পারে খানিক পরিবর্তন।
মূলত ২০০৬ সাল থেকে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক দেশ মাঠে নামবে এমন রেওয়াজ তৈরি করেছে ফিফা। বর্তমান সূচি অনুযায়ী ২১ নভেম্বর বিশ্বকাপ শুরু হলে ছেদ পড়বে এই রেওয়াজে। কারণ, কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সেনেগাল ও নেদারল্যান্ডস। বিশ্বকাপের তৃতীয় ম্যাচে কাতারের মুখোমুখি হবে ইকুয়েডর।
নতুন গুঞ্জন অনুযায়ী ২১ নভেম্বরের পরিবর্তে ২০ নভেম্বর বিশ্বকাপ শুরু করতে চায় ফিফা। যাতে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতার খেলতে পারে। ২০ নভেম্বর বিশ্বকাপ শুরু হলে ওইদিন শুধুমাত্র কাতার ও ইকুয়েডরের মধ্যকার ম্যাচই আয়োজিত হবে।
অবশ্য ফিফার এই চিন্তাভাবনা কাজে পরিণত করতে বেশ কাঠখড় পোড়াতে হবে। একমাত্র ফিফার কাউন্সিল ব্যুরোই পারে বিশ্বকাপের সূচিতে পরিবর্তন আনতে। তবে এর আগে ফিফার কাউন্সিল ব্যুরোতে সূচি পরিবর্তনে বিষয়ে হতে হবে ভোটাভুটি।
এর আগেও রয়েছে কিছু জটিলতা। ভোটাভুটির আগে তৈরি করতে হবে ফিফার কাউন্সিল ব্যুরো। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশাপাশি ছয় কনফেডারেশনের সভাপতিদের নিয়ে গঠিত হয় এই কাউন্সিল ব্যুরো। দ্রুততম সময়ের মধ্যে সব প্রক্রিয়া শেষ করতে পারেল পরিবর্তিত হতে পারে ফিফার এই চিন্তাভাবনা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর