গতকাল রাতে গেছে আর্জেন্টিনা সমর্থকদের হৃৎকম্পনের পালা। আজ (বুধবার) রাতে একই সময়ে (বাংলাদেশ সময় রাত ১২টা) শুরু হবে্ ব্রাজিল সমর্থকদের হৃৎকম্পন।
আর্জেন্টিনাটি পারলেও তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল আজ পারবে তো নকআউট পর্বের টিকিট নিশ্চিত করতে? তবে পরবর্তী রাউন্ডে খেলার জন্য আর্জেন্টিনার মতো ব্রাজিলের অত চাপ নেই। কারণ, সার্বিয়ার বিপক্ষে আজ জয় বা ড্র হলেও চলবে।
ফলে আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলির মতো ব্রাজিল কোচ তিতে একাদশ গঠনে অস্থিতিশীল নন। তিতে তার পুরোটাই উল্টো। আজ যেমনটা একাদশে কোনো পরিবর্তন নেই।
প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ড্রয়ের পর ব্রাজিল-সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল। অবশ্য দ্বিতীয় ম্যাচেই কোস্টারিকাকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের হেক্সা মিশনের উপস্থিতি জানান দিয়েছেন নেইমার, কুতিনহোরা।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ
গোলরক্ষক : আলিসন; রক্ষণভাগ : থিয়াগো সিলভা, জোয়াও মিরান্দা, মার্সেলো ও ফাগনার; মাঝমাঠ : কাসেমিরো, কুতিনহো ও পাওলিনহো; আক্রমণভাগ : নেইমার, জেসুস ও উইলিয়ান।