টটেনহ্যাম ম্যাচের আগে রেফারি নিয়ে ক্ষুব্ধ চেলসি সমর্থকরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২২ পিএম, ০৯ আগস্ট ২০২২
টটেনহ্যাম ম্যাচের আগে রেফারি নিয়ে ক্ষুব্ধ চেলসি সমর্থকরা

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে টটেনহ্যামকে আতিথ্য দিবে চেলসি। এই ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যান্থনি টেইলর। বিষয়টি নিয়ে বেশ ক্ষুব্ধ স্বাগতিক চেলসির সমর্থকরা।

ইংলিশ ফুটবলে বিতর্কিত সিদ্ধান্তের জন্য পরিচিত অ্যান্থনি টেইলর। শুধু বিতর্কিত সিদ্ধান্ত নয়, চেলসি বিরোধী হিসেবেও রয়েছে তার পরিচিতি। মূলত এই কারণেই তাকে চেলসি ম্যাচের দায়িত্বে দেখে ক্ষুব্ধ হয়েছেন ব্লুজ সমর্থকরা।

এর আগে বেশ কয়েকবারই ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছিলেন অ্যান্থনি টেইলর। ২০২১-২২ মৌসুমের প্রথম রাউন্ডেই লিভারপুলের বিপক্ষে মাঠে নেমেছিল চেলসি। ওই ম্যাচে রিস জেমসকে বিরতির আগেই লাল কার্ড দেখান টেইলর। এছাড়াও ২০২০ সালে এফএ কাপের ম্যাচে মাতেও কোভাসিসের সাথেও জড়িয়েছিলেন বাকবিতন্ডায়। এই কারণেই তাকে নিয়ে ক্ষুব্ধ হয়েছেন চেলসি সমর্থকরা।

ম্যাচ রেফারি ছাড়াও ভিএআর রেফারি নিয়েও চেলসি সমর্থকদের রয়েছে অভিযোগ। ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে রেফারিং ক্যারিয়ারকে বিদায় জানালেও ভিএআর রেফারি হিসেবে কাজ করছেন মাইক ডিন। ইংলিশ ফুটবলে তার পরিচিতি চেলসি বিরোধী সমর্থক হিসেবে।

টটেনহ্যাম ম্যাচে অফিসিয়ালদের তালিকাতে অ্যান্থনি টেইলরের সাথে রাখা হয়েছে মাইক ডিনের নাম। এতেই ক্ষেপেছে চেলসি সমর্থকরা। 

রোববার (১৪ আগস্ট) নিজেদের ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে নগর প্রতিদ্বন্দ্বী টটেনহ্যামের মুখোমুখি হবে চেলসি। প্রথম রাউন্ডে নিজ নিজ ম্যাচে এভারটন ও সাউথহ্যাম্পটনকে হারিয়ে শুভসূচনা করেছে চেলসি ও টটেনহ্যাম। দ্বিতীয় রাউন্ডে সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় দু’দলই।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

পুরোনো ঠিকানা লাইপজিগে ফিরছেন ওয়ার্নার

পুরোনো ঠিকানা লাইপজিগে ফিরছেন ওয়ার্নার

বার্সায় চলে যাবেন আলানসো, তাই মাঠে নামাননি চেলসি কোচ

বার্সায় চলে যাবেন আলানসো, তাই মাঠে নামাননি চেলসি কোচ

লিগের মাঝে বিশ্বকাপ হওয়ায় বিরক্ত ক্লপ ও টুখেল

লিগের মাঝে বিশ্বকাপ হওয়ায় বিরক্ত ক্লপ ও টুখেল

জর্জিনহোর এক পেনাল্টি গোলে দুই রেকর্ড

জর্জিনহোর এক পেনাল্টি গোলে দুই রেকর্ড