২০১৪ আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ শিরোপা জিতেছিল জার্মানি। সেই দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জার্মান ডিফেন্ডার ফিলিপ লাম। ২০২২ কাতার বিশ্বকাপে তাকে কাতার বিশ্বকাপের প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়েছিল। তবে সেই মনোনয়ন ফিরিয়ে বিশ্বকাপ বয়কটের ঘোষণা দিয়েছেন তিনি।
২০১০ সালে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পায়। মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম বিশ্বকাপে রয়েছে নানান বিধি-নিষেধ। এরমধ্যে একটি হলো সমকামীতা। মূলত এই কারণেই বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সাধারণত বছরের জুন-জুলাইয়ে বিশ্বকাপ আয়োজন করা হলেও অতিরিক্ত গরমের কারণে কাতারে শীতকালে আয়োজিত হবে এবারের আসর। চলতি বছরের ১৭ নভেম্বর থেকে শুরু হবে কাতার বিশ্বকাপ।
এই বিশ্বকাপের প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছিলেন জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক ফিলিপ লাম। তবে আসরটিতে সমকামীতা নিষিদ্ধ করায় পুরো টুর্নামেন্টই বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এই বিষয়ে লাম বলেন, “কাতারের কর্তৃপক্ষ সাধারণ মানুষের ইচ্ছা-স্বাধীনতা বিনষ্ট করছে। আমি প্রতিনিধি হিসেবে কাজ করবো না। টুর্নামেন্টগুলোতে মানবাধিকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে সেটা হচ্ছে না।”
লামের মতো কাতারে সমকামীতা নিষিদ্ধের বিষয়ে তীব্র বিরোধীতা করেছেন জার্মানির গোলরক্ষক ও লামের সাবেক সতীর্থ ম্যানুয়েল ন্যুয়ারও। বলেন, “খেলোয়াড় হিসেবে মানবাধিকার নষ্ট হোক, এমন কিছু কেউ চায়না।”
স্পোর্টসমেইল২৪/পিপিআর