সপ্তমবারের মতো ভারতের বর্ষসেরা ফুটবলার সুনীল ছেত্রি 

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫২ পিএম, ০৯ আগস্ট ২০২২
সপ্তমবারের মতো ভারতের বর্ষসেরা ফুটবলার সুনীল ছেত্রি 

বর্তমানে খেলছেন এমন ফুটবলারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ গোলের মালিক ভারতীয় স্ট্রাইকার সুনীল ছেত্রি। ক্যারিয়ারের সায়াহ্নে থাকা সুনীল ছেত্রি সপ্তমবারের মতো ভারতের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৯ আগস্ট) অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (আইএফএফ) ২০২১-২২ মৌসুমের পুরষ্কারপ্রাপ্ত ফুটবলারদের নাম প্রকাশ করেছে। সেখানেই জানা যায়, সপ্তম বারের মতো বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন সুনীল ছেত্রি।

এর আগে ২০০৭ সালে প্রথমবারের মতো বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন সুনীল ছেত্রি। এরপর ২০১১, ২০১৩, ২০১৪, ২০১৭ ও ২০১৯ সালে এই পুরষ্কার জেতেন তিনি। ২০২২ সালে বর্ষসেরা নারী ফুটবলার নির্বাচিত হয়েছে মনিষা কল্যাণ। প্রথমবারের মতো এই পুরষ্কার জিতেছেন তিনি।

ভারতের বর্ষসেরা ফুটবলার নির্বাচনে ভোট দিয়েছেন জাতীয় দলের কোচ ইগোর স্টিমাক। তিনি বলেন, “সাফ কাপে সে আমাদের সর্বোচ্চ গোলদাতা। এমনকি জিতেছে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পদকও। সেই যোগ্য ছিল।”

সাফ কাপ ছাড়াও দলকে এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করাতেও বড় ভূমিকা ছিল সুনীল ছেত্রির। বাছাইপর্বে তিন ম্যাচে ৪ গোল করেছিলেন তিনি।

এদিকে ভারত ছেড়ে ইউরোপে পাড়ি জমিয়েছেন নারী বর্ষসেরা ফুটবলার মনিষা কল্যাণ। সাইপ্রাসের শীর্ষ লিগের দল অ্যাপোলোন লেডিসের হয়ে খেলবেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

বিচার চান ফুটবলারের ঘুষির শিকার আর্জেন্টাইন নারী রেফারি

বিচার চান ফুটবলারের ঘুষির শিকার আর্জেন্টাইন নারী রেফারি

নারী এশিয়া কাপ ফুটবল আয়োজনে আগ্রহী সৌদি আরব

নারী এশিয়া কাপ ফুটবল আয়োজনে আগ্রহী সৌদি আরব

প্যারিস অলিম্পিক ফুটবলের ফাইনাল পিএসজির মাঠে

প্যারিস অলিম্পিক ফুটবলের ফাইনাল পিএসজির মাঠে

১৮ বছরের নারীকে ধর্ষণ, ৫০ হাজার ইউরোতে জামিন

১৮ বছরের নারীকে ধর্ষণ, ৫০ হাজার ইউরোতে জামিন