ইন্টারে ক্যারিয়ার নিয়ে ‘চিন্তিত’ সানচেজের নতুন ঠিকানা মার্শেই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৪ পিএম, ০৯ আগস্ট ২০২২
ইন্টারে ক্যারিয়ার নিয়ে ‘চিন্তিত’ সানচেজের নতুন ঠিকানা মার্শেই

আর্সেনাল ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর থেকেই নিজেকে হারিয়ে খুঁজছেন চিলিয়ান স্ট্রাইকার অ্যালেক্সিস সানচেজ। দীর্ঘ হয়নি ইউনাইটেড ক্যারিয়ার। প্রথমে ধারে ও পরে স্থায়ী চুক্তিতে নাম লেখান ইন্টার মিলানে। সেখানেও নিজের ছায়া হয়ে থাকা এই স্ট্রাইকার ইতালি ছেড়ে ফরাসি ক্লাব অলিম্পিক মার্শেইয়ে যোগ দিচ্ছেন।

৩৩ বছর বয়সী এই স্ট্রাইকারের দল ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। তিন বছরের ক্যারিয়ারে দলটির হয়ে ১০৯ ম্যাচে মাত্র ২০ গোল করা এই তারকা ফর্মে না থাকলেও ঘুরে দাঁড়িয়েছে ক্লাবটি। এই সময়ে জিতেছে একটি লিগ শিরোপাও।

২০১৯ সালে ইন্টারে যোগ দেওয়া সানচেজ কখনোই দলটির একাদশে নিয়মিত হতে পারেননি। ক্লাবটির হয়ে নিয়মিত খেলতে না পারলেও বদলি হিসেবে মাঠে নেমে তিন মৌসুমে খেলেছেন মাত্র ১০৯ ম্যাচ। এই সময়ে তার পা থেকে এসেছে মাত্র ২০ গোল।

দলে গুরুত্বপূর্ণ ভূমিকা না রাখলেও ইন্টার তাকে শুভকামনা জানাতে ভোলেনি। ইন্টার তাদের বিবৃতিতে জানায়, “সর্বশেষ তিন বছর দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে ধন্যবাদ। তার ভবিষ্যত ক্যারিয়ারের জন্য শুভকামনা।”

ইন্টারের আগে বার্সেলোনা-আর্সেনালের হয়ে ইউরোপিয়ান ফুটবল মাতিয়েছেন এই ফুটবলার। দুই দলের হয়েই ছিলেন ফর্মের চূড়ান্ত সীমায়। গানারদের ডেরা ছাড়ার পর নিজেকে প্রমাণ করতে পারেননি তিনি।

ইউরোপিয়ান ফুটবল মাতানো অ্যালেক্সিস সানচেজ জাতীয় দলের হয়ে সবসময়ই ছিলেন দারুণ ছন্দে। ২০০৬ সালে চিলির হয়ে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ১৪৬ ম্যাচে তার পা থেকে এসেছে ৪৬ গোল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

চেলসিতে ফেরাটা ভুল ছিল: লুকাকু

চেলসিতে ফেরাটা ভুল ছিল: লুকাকু

ভিদালের নতুন ঠিকানা ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামিঙ্গো

ভিদালের নতুন ঠিকানা ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামিঙ্গো

জুভেন্টাসকে হারিয়ে ইতালিয়ান কাপের মুকুট ইন্টারের

জুভেন্টাসকে হারিয়ে ইতালিয়ান কাপের মুকুট ইন্টারের

কাতার বিশ্বকাপ খেলতে চান এরিকসেন

কাতার বিশ্বকাপ খেলতে চান এরিকসেন